Uttar Pradesh নতুন বিতর্কের কেন্দ্রে বিজেপিশাসিত উত্তরপ্রদেশ। এই রাজ্যে প্রায় আড়াই লক্ষ সরকারি কর্মীর বেতন বন্ধ করে দিল যোগী আদিত্যনাথের সরকার! বিজেপি সরকারের অভিযোগ, এই বিপুল সংখ্যক কর্মী নিজেদের সম্পত্তির হিসাব পেশ করেননি। তাই আগস্ট মাসের বেতন পেলেন না কয়েক লাখ রাজ্য সরকারি কর্মী। এর আগে যোগী সরকার নির্দেশিকা জারি করে বলেছিল, আইএএস পদমর্যাদা থেকে সাধারণ কেরানি পর্যন্ত সব স্তরের কর্মীকে নিজেদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব পেশ করতে হবে। গত ৩১ ডিসেম্বরের মধ্যে তথ্য পেশ করার নির্দেশ দেওয়া হয়। সরকারি মানবসম্পদ পোর্টালে তা আপলোড করার নির্দেশ দেওয়া হয়। তারপর সেই দিন পিছিয়ে শেষ পর্যন্ত ৩১ আগস্ট তথ্য পেশের জন্য অন্তিম দিন ধার্য করা হয়। তখনও ১৩ লক্ষ কর্মীর হিসাব পেশ বাকি ছিল।
আরও পরুনঃ আড়াই লক্ষ সরকারি কর্মীর বেতন বন্ধ করল যোগী সরকার! – তুঙ্গে বিতর্ক
পাশাপাশি, সরকার ঘোষণা করেছিল বেতন বন্ধের মতো কঠোর সিদ্ধান্তও নেওয়া হতে পারে, যার ফলে সরকারি কর্মীদের সার্ভিস-বুকে প্রভাব পড়বে। শেষ পর্যন্ত ২ লক্ষ ৪৪ হাজার সরকারি কর্মী পেলেন না অগাস্টের বেতন। অর্থাৎ এত বিপুল সংখ্যক কর্মী শুধুমাত্র তথ্য পেশ না করার শাস্তি হিসাবে বেতন বন্ধের শিকার হলেন। তবে এই তালিকা থেকে বাদ রয়েছেন শিক্ষক, স্বশাসিত সংস্থার কর্মীরা। একদিকে যেমন সরকারি কর্মীদের হয়রানি নিয়ে প্রশ্ন উঠেছে, তেমনই কেন তথ্য পেশ করলেন না এত বিপুল সংখ্যক কর্মী তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে প্রশাসনও। একইসঙ্গে, তথ্য গোপন করা নিয়েও অভিযোগের তির ছুটেছে যোগী সরকারের বিরুদ্ধে।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1831336274206027946