Mamata Banerjee শাকসবজির চড়া দামের হাত থেকে আমজনতাকে রেহাই দিতে ইতিমধ্যেই সর্বত্র ‘সুফল বাংলা’ স্টল চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই স্টলগুলিতে সস্তায় মেলে সবজি। এবার আগামী দুর্গাপুজোর আগেই বাংলাজুড়ে ন্যায্য মূল্যের মাছের দোকান খুলতে চলেছে রাজ্য। নাম দেওয়া হবে ‘সুফল বাংলা মৎস্য’। এখানে ইলিশ, চিংড়ি, পাবদা, রুই এবং ফিস ফ্রাইয়ের জন্য মাছের ফিলে পর্যন্ত পাওয়া যাবে বলেই খবর। সুফল বাংলা মৎস্য আউটলেটগুলিতে এই মাছগুলি মিলবে ন্যায্য মূল্যে।
আরও পরুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশেকে থোড়াই কেয়ার! – আর জি কর ইস্যুতে কেন্দ্রীয় বাহিনীর খরচ নিয়ে ঘৃণ্য রাজনীতি মোদী সরকারের
পাশাপাশি, মাছ বিক্রির আগে মাছের গুণমান যাচাইয়ের ব্যবস্থা থাকবে আউটলেটগুলিতে। রাজ্যের মৎস্যমন্ত্রী এই মর্মে জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্গাপুজোর আগেই এই আউটলেটগুলি চালু করা যাবে। উৎসবের মরশুমে রাজ্য সরকারের এই উদ্যোগ সকলের জন্য উপকারী হবে। দুর্গাপুজোর আগে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ৩৪টি আউটলেট দিয়ে শুরু করবে সুফল বাংলা মৎস্য প্রকল্প। ২০টি আউটলেট নতুন করে তৈরি করা হবে। কয়েকটি জায়গায় সুফল বাংলার স্থায়ী সবজি বিক্রয় কেন্দ্রে এই ‘সুফল বাংলা মৎস্য’ বিপণি গড়ে উঠবে। গুণমান ভাল ও ন্যায্যমূল্য সুফল বাংলা মৎস্য প্রকল্পের ইউএসপি। সময়ের সাথে দোকানের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। রাজ্যে মাছের উৎপাদন বেড়েছে বিপুল হারে। ফলত, মাছ নিয়ে অন্ধ্রপ্রদেশের উপর নির্ভরশীল হওয়া অনেকটাই কমছে। তাই এবার থেকে সাধারণ মানুষকে ন্যায্য মূল্যে মাছ দিতে চাইছে রাজ্য।