Manipur কেটে গিয়েছে প্রায় বছরখানেক। তবু্ও বিজেপিশাসিত মণিপুরে পুরোপুরি নেভেনি জাতিদাঙ্গার আগুন। এখনও অশান্ত উত্তর-পূর্বের এই ‘ডবল ইঞ্জিন’ রাজ্য। এবার এ নিয়ে মুখ খুলে দলের অস্বস্তি বাড়ালেন সে রাজ্যের বিজেপি বিধায়ক রাজকুমার ইমো সিং। কেন্দ্রে বিজেপির জোট সরকার এনডিএ থাকার পরেও বিজেপি শাসিত মণিপুরে কীভাবে দিনের পর দিন এত হিংসা ছড়াতে পারে? এত মানুষ মারা যেতে পারে? মণিপুরে ১৫-১৬ মাস পরেও কেন বিজেপি সরকার শান্তি ফেরাতে পারেনি ? কী করছে কেন্দ্রীয় বাহিনী? প্রশ্ন তুললেন তিনি।
আরও পরুনঃ দুর্গাপুজোর আগেই রাজ্যজুড়ে চালু হতে চলেছে ‘সুফল বাংলা মৎস্য’ – উদ্যোগ মমতা সরকারের
প্রসঙ্গত, মণিপুরের বিজেপি বিধায়ক রাজকুমার ইমো সিংয়ের দাবি, প্রায় ৬০ হাজার কেন্দ্রীয় বাহিনী মণিপুরে রয়েছে। তাও অশান্তির আঁচ নিভছে না। তাঁর অভিযোগ, ১৫-১৬ মাস পরও কেন শান্তি ফেরাতে পারেনি কেন্দ্রীয় বাহিনী। তাই এবার তাঁদের সরিয়ে নিরাপত্তা ফেরানোর দায়িত্ব দেওয়া হোক মণিপুরের প্রশাসনকেই। এই নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ভাষায় চিঠিও লিখেছেন বিজেপির বিধায়ক। মণিপুরে শান্তি ফেরাতে আগস্ট মাসে জিরিবাম জেলায় বিবাদমান দুই গোষ্ঠী কুকি এবং মেতেইদের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু শান্তির দেখা নেই। একের পর এক সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। মোদী সরকার ও তার কেন্দ্রীয় বাহিনী কার্যত নীরব।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1831334193038868882