Mamata Banerjee ধর্ষণ রুখতে শীঘ্রই কঠোর আইন আনার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতোই আজ, মঙ্গলবার বিধানসভায় পেশ হল ধর্ষণবিরোধী বিল। বিলটির নাম দেওয়া হয়েছে, ‘অপরাজিতা নারী ও শিশু’ (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী) বিল। ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে দোষীকে কঠোর থেকে কঠোরতম সাজা দিতে বিলটি আনা হয়েছে। বিল পেশের পরবর্তী ভাষণে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘দেশের লজ্জা’ বলে কটাক্ষ করেন। “এই বিল একটা ইতিহাস! প্রধানমন্ত্রী পারেননি। আমরা পারলাম। করে দেখালাম। কেন্দ্রীয় সরকারকে আইন করতে বলা হয়েছিল। কিন্তু সেই কাজটা করতে পারেননি প্রধানমন্ত্রী। রাজ্য সরকার করে দেখাল”, বললেন তিনি।
আরও পরুনঃ ধর্ষণবিরোধী বিল এনে দেশকে পথ দেখাল বাংলা – ‘অপরাজিতা’ প্রসঙ্গে জানালেন অভিষেক
আর এরপরেই মোদীকে একহাত নিয়ে মমতার দাবি, প্রধানমন্ত্রী ‘দেশের লজ্জা’। তিনি দেশের মহিলাদের সুরক্ষা দিতে পারেননি। রক্ষা করতে পারেননি তাঁরা। তাই তাঁর পদত্যাগ করা উচিত। ইস্তফা দেওয়া উচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও। মুখ্যমন্ত্রীর ভাষণের মধ্যেই বিধানসভায় বিজেপির বিধায়করা গোলমাল শুরু করেন। তথ্য দিয়ে উত্তরপ্রদেশ-সহ বিজেপিশাসিত রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, খুনের ঘটনা তুলে ধরেন মমতা। লাগাতার গোলমালের মধ্যেই মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি তোলেন বিজেপি বিধায়করা। তখনই সুর চড়ান মমতা। “আগে মোদীকে পদত্যাগ করতে বলুন। আমাকে কটু কথা বললে আমার কিচ্ছু যায় আসে না। আপনারা যা বলছেন বলুন। কিন্তু বাংলা মা কে বদনাম করবেন না। আপনারা আমাকে যা যা বলছেন, তা যদি আমার দলের লোকেরা প্রধানমন্ত্রী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, তা হলে কেমন লাগবে?”, সাফ জানান তিনি।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1830958576761704892