Aparajita Bill ধর্ষণ রুখতে শীঘ্রই কঠোর আইন আনার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতোই আজ, মঙ্গলবার বিধানসভায় পেশ হল ধর্ষণবিরোধী বিল। বিলটির নাম দেওয়া হয়েছে, ‘অপরাজিতা নারী ও শিশু’ (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী) বিল। ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে দোষীকে কঠোর থেকে কঠোরতম সাজা দিতে বিলটি আনা হয়েছে।
আরও পরুনঃ ‘ঐতিহাসিক দিন’ – রাজ্য বিধানসভায় ধর্ষণবিরোধী ‘অপরাজিতা’ বিল পেশ হওয়ার পর জানালেন মমতা
এপ্রসঙ্গে আজ নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। “প্রতি পনেরো মিনিটে একটি করে ধর্ষণের বেদনাদায়ক পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে, সময়-নির্দিষ্ট ধর্ষণ-বিরোধী আইনের দাবি আগের চেয়ে আরও বেশি জোরালো হয়ে উঠেছে। বাংলা ধর্ষণ বিরোধী বিল এনে, এ কাজে নেতৃত্ব দিচ্ছে। কেন্দ্র এখন অবশ্যই পদক্ষেপ করতে হবে, আসন্ন সংসদ অধিবেশনে অধ্যাদেশ বা সংশোধনীর মাধ্যমে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। পঞ্চাশ দিনের মধ্যে বিচার এবং দোষী সাব্যস্ত করে শাস্তির ব্যবস্থা করা দরকার”, লেখেন তিনি।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1830905280994935097