রাজ্যে খানিক জমি পাওয়ার পর থেকেই ছলে-বলে-কৌশলে বিভিন্ন সময় বঙ্গভঙ্গের জিগির তুলেছেন বিজেপি নেতারা। যা নিয়ে বিস্তর বিতর্কের সূত্রপাত হয়েছে রাজনৈতিক মহলে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য হিসেবে স্বীকৃতি দেবার দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেন তিনি।
উল্লেখ্য, এরপর বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বাংলার দুই জেলা মালদহ এবং মুর্শিদাবাদ-সহ ঝাড়খণ্ড এবং বিহারের কয়েকটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের ডাক দিয়েছেন। ইতিমধ্যেই প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল। এবার বেনজিরভাবে রাজ্য ভাগের দাবিতে মিছিল করলেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। লালবাগে মালদহ ও মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে বেরোনো মিছিলের নেতৃত্বে ছিলেন তিনিই। গৌরীশঙ্করের দাবি, আগেই মালদহ ও মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসার পর নতুন করে শোরগোল শুরু হয়েছে বঙ্গ-রাজনীতির আঙিনায়।