প্রবল বর্ষণের ফলে ভূমিধসে বিপর্যস্ত কেরলের ওয়েনাড়। কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এই এলাকা। উদ্ধারকাজ যতই এগোচ্ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আহত হয়েছেন বহু মানুষ। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়েনাড়ে দুই সাংসদকে পাঠাচ্ছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে নিজের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে একথা জানিয়েছেন। মমতা জানিয়েছেন, তৃণমূলের পক্ষ থেকে কেরলের বিধ্বস্ত এলাকায় যাবেন রাজ্যসভার দুই সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে। ‘‘মানবিক কারণে আমরা দুই সাংসদের প্রতিনিধি দল পাঠাচ্ছি। তাঁরা ওয়েনাড়ে গিয়ে দু’দিন থাকবেন। দেখা করবেন মৃত এবং আহতদের পরিবারের সঙ্গে’’, পোস্টে লিখেছেন মমতা।
প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবারই ওয়েনাড়ের বিধ্বস্ত এলাকায় পৌঁছেছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। গত ৩০ জুলাই ভারী বৃষ্টির জেরে ধস নেমেছিল ওয়েনাড়ে। যার জেরে চুরালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা, নুলপুঝার মতো গ্রামগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের ডিআইজি মহসিন শাহিদি জানিয়েছেন, দু’শোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও দেহ উদ্ধার করা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত ২৭৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ শতাধিক মানুষ।