Mamata Banerjee ফের মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিলেন, কেন্দ্র যদি জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহার না করে, তাহলে রাজপথে নেমে আন্দোলন করতে বাধ্য হবেন তিনি। মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘‘এই ক্ষেত্রে জিএসটি নেতিবাচক। তার কারণ, মানুষের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রেই বিরূপ প্রভাব ফেলছে। কেন্দ্রীয় সরকার যদি এই জনবিরোধী জিএসটি প্রত্যাহার না করে তা হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব।’’ বৃহস্পতিবার রাজ্যসভায় এই একই বিষয় তুলে সরব হন তৃণমূলের দুই সাংসদ দোলা সেন এবং সাকেত গোখলে। বর্তমানে মেডিক্যাল ইনস্যুরেন্সে ১৮ শতাংশ জিএসটি রয়েছে। অনেকদিন ধরেই এই জিএসটি সম্পূর্ণভাবে মকুবের দাবি জানিয়ে আসছে দেশের বড় বড় বিমা কোম্পানিগুলি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করির কাছে একটি স্মারকলিপি জমা দেয় নাগপুর রেঞ্জের লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন বা এলআইসি-র কর্মচারী ইউনিয়ন। সেখানেই স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহারের কথা জানান ইউনিয়নের সদস্যরা। বলেন, জীবনবিমার প্রিমিয়ামের উপরে জিএসটি চাপানোর অর্থ জীবনের অনিশ্চয়তার উপরে জিএসটি চাপিয়ে দেওয়া। এরপরেই জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপরে যে জিএসটি ধার্য করা হয়, সেটা তুলে নেওয়ার কথা জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী নীতীন। দাবি করেন, জীবন এবং স্বাস্থ্য বিমায় ১৮ শতাংশ জিএসটি এক দিকে যেমন বিমাক্ষেত্রকে সঙ্কুচিত করছে, তেমনই প্রবীণ নাগরিকদের সমস্যায় ফেলছে। কাজেই জীবনবিমা এবং স্বাস্থ্যবিমা, এ দু’টির কর কাঠামো পুনর্গঠনের বিষয়টি বিবেচনা করা যায় কি না, সে ব্যাপারে অর্থমন্ত্রীকে আর্জি জানিয়েছেন নীতীন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1819290238440579484
mamata banerjee gst life insurance