বেফাঁস ও উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শাখারভ সরকার। এবার ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান দিলেন তিনি। পাশাপাশি বলেন, যদি তাঁরা ঠ্যাং ভাঙেন, তাহলে একটা ঠ্যাং বাংলাদেশ এবং অপর একটি ঠ্যাং পাকিস্তানে গিয়ে পড়বে! এদিন শাখারভ হুঁশিয়ারির সুরে বলেন, “ভারতীয় জনতা পার্টি এখনও আছে। কেন্দ্রে এখন মোঘল সাম্রাজ্য হয়নি বা মনমোহনের সাম্রাজ্য নেই! মোদী সাম্রাজ্য চলছে।”
পাশাপাশি তাঁর বক্তব্য, “সমস্ত তৃণমূল বিধায়কদের বলছি, ভারতীয় জনতা পার্টির একজন বিধায়কের ঠ্যাং ভাঙা তো দূরের কথা। একজন বিজেপি বা সনাতনী কার্যকর্তাকে যদি তৃণমূল স্পর্শ করে, তাহলে মুর্শিদাবাদ জেলায় কী পরিণতি হবে সেদিন তৃণমূল টের পাবে। সবরমতী এক্সপ্রেসের কথা মানুষ ভুলে গেলেও গোধরার কথা মানুষ মনে রেখেছে।” এরপর বাড়িতে অস্ত্র রাখতে বলেন তিনি। জানান, নিজেও অস্ত্র রাখেন। হুমকি দিয়ে বলেন, যদি কেউ মনে করেন মুর্শিদাবাদ থেকে সনাতনীদের তুলে দিয়ে আরেকটা কাশ্মীর বানাবে, সেটা হবে না। শাখারভের এহেন মন্তব্যে ইতিমধ্যেই তুঙ্গে বিতর্ক। নিন্দায় সরব হয়েছে একাধিক মহল। অস্বস্তিতে বঙ্গ বিজেপি নেতৃত্বও।