বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। আগামী ২৩শে জুন দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। তবে সেই বিয়ের আগেই ছড়িয়েছে নানান গুঞ্জন। দু’দিন আগেই শত্রুঘ্ন সিনহা মেয়ের বিয়ের কথা অস্বীকার করে বলেন, যে তিনি নাকি মেয়ের বিয়ের কথা জানেনই না। শোনা যায়, জাহির ইকবালকে নাকি পছন্দ নয় শত্রুঘ্নর। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বলিউড তারকা ও তৃণমূল সাংসদ শত্রুঘ্ন। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয় যে মুসলিম ছেলেকে বিয়ে করতে যাওয়ার সিদ্ধান্তে খুশি নন সোনাক্ষীর বাবা-মা ও ভাই। যার ফলে, সোনাক্ষীর বিয়েতে উপস্থিত থাকবেন না তাঁরা। এমনকী সোশ্যাল মিডিয়ায় সোনাক্ষীকে আনফলো করে দিয়েছেন অভিনেত্রীর মা ও ভাই।
কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে মেয়েকে নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে শত্রুঘ্ন বললেন, “আমাকে বলুন, এটি কার জীবন? এটি আমার একমাত্র কন্যা সোনাক্ষীর জীবন, যাকে নিয়ে আমি অত্যন্ত গর্ব বোধ করি। সে আমাকে তার শক্তির স্তম্ভ মনে করে। অবশ্যই আমি তার বিয়েতে উপস্থিত থাকব। সোনাক্ষী-জাহির একসঙ্গে জীবন কাটাতে চায়; তাদের একসঙ্গে দারুণ মানিয়েছে।” সোশ্যাল মিডিয়ায় যারা সোনাক্ষীর বিয়ে নিয়ে নানা ধরনের চর্চা করছেন, তাদের সতর্ক করে শত্রুঘ্ন বলেন, “আমি আমার সিগনেচার সংলাপ ‘খামোশ’ দিয়ে তাদের সতর্ক করতে চাই। এটা আপনাদের বিষয় নয়, আপনারা আপনাদের কাজে মন দিন।” এই ঘটনার আগে এক সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিনহা বলেছিলেন, “আমরা সোনাক্ষীর বিচারবুদ্ধির ওপরে ভরসা রাখি। সে কখনো সংবিধান বর্হিভূত ও বেআইনি সিদ্ধান্ত নিতে পারে না। প্রাপ্তবয়স্ক হিসেবে তার সিদ্ধান্ত নেওয়ার নিজস্ব অধিকার রয়েছে। আমার মেয়ে যখন বিয়ে করবে তখন আমি নাচব।” শত্রুঘ্নর কথাতেই স্পষ্ট, যে সোনাক্ষীর পছন্দের পাত্রকেই পছন্দ তাঁর বাবা, মা ও ভাইয়ের। উপস্থিত থাকতে চলেছেন সোনাক্ষী ও জাহিরের বিয়েতে উপস্থিত থাকতে চলেছেন তাঁরা প্রত্যেকেই।