আগামী ২০২৬ সালেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। সেই ভোটেও বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়বে না এডিএমকে, শনিবার সেই কথাই সাফ জানিয়ে দিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের প্রধান পলানীস্বামী। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অনুমান, তামিলনাড়ুতে বিধানসভায় আবারও বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়বে ও সরকার বদলের জন্য ঝাঁপাবে। কিন্তু সেই জল্পনা নস্যাৎ করে শনিবার পলানীস্বামী বললেন, ‘‘এডিএমকে কোনও ভাবেই ২০২৬ সালের বিধানসভায় বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়বে না।’’ এবারের লোকসভা নির্বাচনে একটাও আসনও পায়নি এনডিএ বা এডিএমকে। ২০১৯ সালে এডিএমকে, এনডিএ-র সঙ্গে জোট করে লড়েছিল। এ বার আলাদা লড়ে। তবুও ফলাফলে কোনও পরিবর্তন আসেনি।
যদিও গেরুয়াশিবিরের দাবি, এ বারের লোকসভায় তামিলনাড়ুতে বিজেপি আসন না পেলেও ভালও ফল করেছে। শনিবার সেই প্রসঙ্গে বলতে গিয়ে পলানীস্বামী বলেন, ‘‘অনেকেই এই ধারণা পোষণ করার চেষ্টা করছে, যে তামিলনাড়ুতে বিজেপি শক্তি বৃদ্ধি করেছে। আমি বলতে চাই এটা ভুল। ২০১৪ সালে এনডিএ-র ভোটের হার ছিল ১৮.৮ শতাংশ। সেখানে ২০২৪ সালে এসে দাঁড়িয়েছে ১৮.২৮ শতাংশ। অনেকেই দাবি করছেন, রাজ্যে এডিএমকে মুছে গিয়েছে। আমি বলতে চাই, ২০১৯ সালের তুলনায় এ বার আমাদের ভোটের হার এক শতাংশ বৃদ্ধি পেয়েছে। তা হলে আমাদের ফল খারাপ হয়েছে, তা বলা হয় কী ভাবে?’’ তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে এখন থেকেই পরিকল্পনায় বসছে দল, তা জানিয়ে দিলেন এডিএমকে প্রধান। প্রসঙ্গত উল্লেখ্য, ৪০ লোকসভা আসনের তামিলনাড়ুতে এ বারও একপেশে লড়াই হয়েছে। রাজ্যের শাসকদল ডিএমকে দাপট দেখিয়েছে। তাদের ঝুলিতে গিয়েছে ২২টি আসন। কংগ্রেস পেয়েছে ন’টি আসন। ২০১৯ সালের মতো দু’টি করে আসন পেয়েছে সিপিএম এবং সিপিআই। ভিসিকে দু’টি এবং ‘ইন্ডিয়া’র অন্য দুই শরিক দল একটি করে আসন পেয়েছে এবারের নির্বাচনে। পাশাপাশি, ঝুলিতে একটি আসনও জোটেনি রাজ্যের প্রধান বিরোধী দল এডিএমকে’র।