এবারের লোকসভা নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়েছে পদ্মশিবিরের ‘চারশো পার’-এর হুঁশিয়ারি। দেশে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ২৪০ ছুঁতেই নাভিশ্বাস উঠেছে তাদের। বাংলায় ৩০-এর টার্গেটের পর আসনসংখ্যা আটকে গিয়েছে ১২-তেই। এহেন হতশ্রী পরাজয়ের পর থেকেই আভ্যন্তরীণ কোন্দল মাথাচাড়া দিচ্ছে বঙ্গ গেরুয়াশিবিরে। জেতা কেন্দ্র থেকে সরানোর পর প্রথমবারের জন্য হার হজম করতে হয়েছে দিলীপ ঘোষকে। যা নিয়ে রাজ্য নেতৃত্বকে বার বার নিশানা করছেন তিনি। এবার নাম না করে দিলীপকে পালটা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাফ জানালেন, এখন লড়াইটা অনেক বেশি কঠিন। সঠিক পথেই চলছেন বলেও দাবি করেছেন শুভেন্দু। দিলীপ বার বার দাবি করেছেন, পুরনোদের গুরুত্ব না দেওয়ার ফল ভুগেছে দলীয় নেতৃত্ব। শনিবার সেই বিতর্ক উসকে দেয় দিলীপের একটি ইঙ্গিতবাহী পোস্ট। লেখেন, ‘ওল্ড ইজ গোল্ড’।
পাশাপাশি, দিলীপের বক্তব্য, “যখন পার্টির বিপর্যয় হয়, তখন পিছনের দিকে তাকাতে হয়, পুরনো কর্মীদের চাঙ্গা করতে। যারা বিজেপিকে জিতিয়েছেন, তাঁদের সঙ্গে নিতে হয়। সেটা ভুলে গেলে তো দলের বিপর্যয় হবেই।” এর পাল্টা হিসেবে, সুকান্ত মজুমদার ‘পুরনোদের সঙ্গে নতুনদের চাই’ বার্তা দিয়ে কবিগুরুর একটি কবিতার লাইন উল্লেখ করেন। এরপরই নাম না করে দিলীপের বিরুদ্ধে তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী। বলেন, “বিজেপি ২ কোটি ৩৫ লক্ষ ভোট পেয়েছে, এটা ছোট বিষয় নয়। আর যাঁরা এখন পোস্ট করছেন, বড় বড় জ্ঞান দিচ্ছেন তারা মনে হয় অতীতটা জানেন না। ২০১৯ সালে আইপ্যাকও ছিল না। আমি ঠিক পথেই চলছি। আমার সঙ্গে জনগন আছে।” সবমিলিয়ে ভোটে ভরাডুবির পর বঙ্গ বিজেপির এহেন অন্তর্দ্বন্দ্ব যে নতুন করে কেন্দ্রীয় নেতৃত্বের মাথাব্যথা বাড়াবে, তা বলাই বাহুল্য।