২০১৯ সালে ভারতীয় এবং পাকিস্তান বিমানবাহিনী একে অপরের যুদ্ধবিমানগুলিকে গুলি করে নামিয়েছিল। ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানের বিমান পাকিস্তানের ভূখণ্ডে বিধ্বস্ত হয়। এরপর তাকে হেফাজতে নেয় পাক সেনা। এবার ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের মুক্তি নিয়ে বড় তথ্য সামনে আনলেন পাকিস্তানের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
২০১৯ সালে একটি অপারেশন চলাকালীন ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান পাকিস্তানি ভূখণ্ডের ভিতরে বিধ্বস্ত হয়। তারপরই পাকিস্তান ভারতীয় পাইলট অভিনন্দনকে বন্দি করে। তবে আটকের ৪৮ ঘণ্টার মধ্যে ভারতীয় পাইলটকে নিঃশর্ত মুক্তি দেয় পাকিস্তান। পাকিস্তানের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ভারতীয় পাইলট অভিনন্দনকে গ্রেফতারের পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেছিলেন। সেই সময় ট্রাম্প অবিলম্বে অভিনন্দনকে মুক্তি দিতে এবং তাকে ভারতে ফেরত পাঠিয়ে যাবতীয় উত্তেজনা শেষ করতে বলেছিলেন।