সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন তাপস রায়৷ এবারের নির্বাচনে কলকাতা উত্তর কেন্দ্রে তাঁর বিপক্ষে তাঁকেই প্রার্থী করেছে গেরুয়া শিবির৷ শনিবার ভোট দিয়ে বেরিয়ে এসে নাম না-করে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন, বিজেপি প্রার্থীর সম্বন্ধে প্রথম থেকেই খবর রাখিনি, আজও রাখছিনা৷
শনিবার সপ্তম তথা শেষ দফায় রাজ্যের ৮ লোকসভা কেন্দ্রে ভোট৷ যার মধ্যে অন্যতম কলকাতা উত্তর৷ এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কলকাতা বয়েজ স্কুলে ভোট দেন সুদীপ৷ সেখান থেকে বেরিয়ে এসে সুদীপ বলেন, ‘যতবার জিতেছি পরেরবার তার থেকেও বেশি ভোটে জিতেছি। ২০১৯ সালে সবথেকে বেশি ভোট পেয়েছি৷ গতবারের রেকর্ড ভাঙাই হল আমার এবারের টার্গেট।’