দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ছয় দফার ভোটগ্রহণ পর্ব। বাকি রয়েছে আর দু’দফার ভোটগ্রহণ। এর মধ্যেই ফের উদ্বেগ মাথাচাড়া দিচ্ছে পদ্মশিবিরে। দলের মহিলাদের একাংশ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করায় রীতিমতো চমকে গিয়েছেন বিজেপি নেতারা! একান্ত আলোচনায় বিজেপির অনেক নেতাই তা স্বীকার করছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে তো বটেই, ২০২১ সালেও বিজেপিকে ভোট দিয়েছিলেন যে মহিলারা, তাঁদের একাংশ এবার তৃণমূলকে ভোট দিয়েছে। কারণ, তাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা। যা নিয়ে হুগলি বিজেপিতে আতঙ্ক তৈরি হয়েছে। সপ্তগ্রাম থেকে সিঙ্গুর, পোলবা থেকে হারিট, ক্রমশ স্পষ্ট হয়েছে এই ছবি।
প্রসঙ্গত, এবার হুগলি লোকসভা আসনে ভোটদাতাদের মধ্যে পুরুষদের থেকে মহিলারা সংখ্যায় ছিলেন বেশি। এই অবস্থায় লক্ষ্মীর ভাণ্ডারের কারণে মহিলা ভোটব্যাঙ্কে ফাটল নজরে আসায় চিন্তিত পদ্ম-নেতৃত্ব। এ বিষয়ে মুখ খুলেছেন হুগলি জেলার সহ সভাপতি তথা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। “বিজেপির অন্দরে কী সমীক্ষা হয়েছে, তা আমি জানি না। তবে ভোটের প্রচার পর্বে দেখেছি, মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দিদির জয়গান করছেন। তাঁদের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। বাংলার যুগান্তকারী প্রকল্পের গুরুত্ব যে শুধু ভোটকেন্দ্রিক নয়, মহিলারা সেটা বুঝেছেন। সেই কারণেই তাঁরা আমাদের পাশে রয়েছেন। যাতে বাংলার মুখ্যমন্ত্রী আরও আর্থ-সামাজিক বিপ্লব ঘটানোর মতো প্রকল্প চালু করার শক্তি পান”, জানান তিনি।