লোকসভা নির্বাচনের আগে ফের বিপাকে পড়ল বঙ্গ বিজেপি। কোচবিহারে পাঁচ পদ্ম-কর্মীকৈ গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, গত রবিবার কোচবিহারের ঘুঘুমারিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের গাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তার ভিত্তিতেই গ্রেফতার হল ৫ জন। তারা সবাই বিজেপি কর্মী। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল রবিবার সন্ধ্যা ৭ টা নাগাদ। ঘুঘুমারি বাজারে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের নেতৃত্বে একটি মিছিল যাচ্ছিল বিজেপির। ঠিক সেই সময় যাচ্ছিল উদয়ন গুহের কনভয়। তখন বিজেপি কর্মীরা উদয়ন গুহের গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ।
পাশাপাশি, কনভয়ের একটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরেই নিশীথ প্রামাণিক-সহ ৫০ জন বিজেপি কর্মীর নামে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন এক তৃণমূল কর্মী। এই ঘটনার প্রতিবাদে প্রতিটি অঞ্চলে মিছিল করে তৃণমূল কংগ্রেস। উদয়ন গুহ বলেন, তাঁর গাড়িতে কীভাবে হামলা হয়েছে তা মানুষ দেখেছে। এভাবে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু, তাতে কাজ হবে না। মানুষই এর জবাব দেবে। বিজেপিকে একহাত নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।