সামনেই লোকসভা নির্বাচন। আর আগেই ফের নতুন উদ্বেগে জর্জরিত নরেন্দ্র মোদীর সরকার তথা শাসকদল বিজেপি। প্রসঙ্গত, কমেছে খুচরো মুদ্রাস্ফীতির হার। ফেব্রুয়ারিতে তা পৌঁছেছে ৫.০৯ শতাংশের অঙ্কে।। ২০২৩ সালের ডিসেম্বরে এটি ছিল ৫.৬৯ শতাংশে। জানুয়ারিতে হার ছিল ৫.১০ শতাংশ। আজ, মঙ্গলবার সরকারি তথ্য থেকে এমনটাই জানা গিয়েছে। এই পরিসংখ্যানে খানিক আশার আলো দেখা গেলেও খাদ্য মুদ্রাস্ফীতির হার বাড়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের অর্থনীতিবিদদের ভবিষ্যদ্বাণী ছিল ৫.০২ শতাংশে নেমে আসবে খুচরো মুদ্রাস্ফীতির হার। কিন্তু শেষপর্যন্ত তা দাঁড়াল এর চেয়ে সামান্য বেশি অঙ্কে।
উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেঁধে দেওয়া মাত্র রয়েছে ২ থেকে ৬ শতাংশের মধ্যে। সেই মাত্রার মধ্যেই রইল মুদ্রাস্ফীতির হার। আরবিআইয়ের আশা, ৩১ মার্চের শেষে ৫ শতাংশের আশপাশেই থাকবে খুচরো মুদ্রাস্ফীতির হার। তবে খুচরো মুদ্রাস্ফীতির হার কমলেও ফেব্রুয়ারিতে খাদ্য মুদ্রাস্ফীতির হার বেড়েছে। জানুয়ারিতে যা ছিল ৮.৩ শতাংশ, তা ফেব্রুয়ারির শেষে দাঁড়িয়েছে ৮.৬৬ শতাংশে। এই বৃদ্ধির ফলে স্বাভাবিকভাবেই চিন্তিত আরবিআই কর্তৃপক্ষ।