আজ ২৩শে জানুয়ারি। সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই দিনেই ফের কেন্দ্রের কাছে জোরালো দাবি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেনর নেতাজীকে প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে তাঁর জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করতে হবে। মমতার আর্জি, পুরো দেশ যাতে দেশনায়ক নেতাজীকে শ্রদ্ধা জানাতে পারে সেজন্য দেশনায়ক দিবসে জাতীয় ছুটি ঘোষণা করে তাঁর প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শন করুক কেন্দ্র। উল্লেখ্য, গতবছর জন্মবার্ষিকী থেকেই ২৩ জানুয়ারি দিনটিকে দেশনায়ক দিবস হিসাবে পালন করে রাজ্য সরকার। এবছরও দেশনায়ককে শ্রদ্ধা জানাতে বেশ কিছু পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নেতাজীকে শ্রদ্ধা জানাতে সম্পূর্ণ রাজ্য সরকারের খরচে রাজ্যে আন্তর্জাতিক মানের ‘জয় হিন্দ’ বিশ্ববিদ্যালয় তৈরি হবে। নেতাজী পরিকল্পিত ন্যাশনাল প্ল্যানিং কমিশন কেন্দ্র অনেক আগেই বাতিল করেছে। তার বদলে আনা হয়েছে নীতি আয়োগ। গতবছর নেতাজীর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে দাঁড়িয়েই তার প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি ঘোষণা করলেন, ন্যাশনাল প্ল্যানিং কমিশনের ধাঁচে এরাজ্যে তৈরি হবে বেঙ্গল প্ল্যানিং কমিশন। এছাড়াও রাজ্যের তৈরি নেতাজীর ট্যাবলো আজ রেড রোডে প্রদর্শিত হবে।
নবান্ন সূত্র অনুযায়ী, আজ বেলা বারোটার সময় কলকাতা ময়দানে নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তি শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতি তৈরি হওয়ার আগে রাজ্যজুড়ে নেতাজীর ১২৫তম জন্মজয়ন্তী সমারোহের সঙ্গে উদযাপনের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক ছিল জন্মদিনের দিন বেলা বারোটার সময় রেড রোড থেকে পদযাত্রা শুরু হবে। সেই পদযাত্রা থাকবেন সমাজের বিশিষ্টজনেরা। শ্যামবাজারে নেতাজী মূর্তি পর্যন্ত পদযাত্রা হবে। কিন্তু করোনার কারণে এবার সেই পদযাত্রা হবে না বলেই সিদ্ধান্ত হয়েছে। শ্যামবাজার পাঁচ মাথার নেতাজী মূর্তি পাদদেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন তৃণমূলের নেতৃবৃন্দ। তবে রাজ্যজুড়ে নেতাজীর জন্মদিন বিভিন্ন জায়গায় সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে বলেই খবর। এদিকে প্রেসিডেন্সি জেলে নেতাজীর যে সেলটি রয়েছে সেটিকে সাজিয়ে তোলা হচ্ছে বলে। শ্রদ্ধা জানানো হবে সেখানেও। কলকাতা পুলিশ মিউজিয়ামে নেতাজীর আর্কাইভ রয়েছে। নেতাজীর জন্মদিনে সেখানে শ্রদ্ধা জানানো হবে। অন্যান্য দিনের মতো সাধারণ মানুষ যাতে সেগুলো দেখতে পারেন তার জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা।
