ইহলোক ছেড়ে অমৃতলোকের পথে পাড়ি দিলেন কলকাতা হাই কোর্টের অন্যতম বিচারপতি প্রতীক প্রকাশ বন্দোপাধ্যায়। শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মাত্র তিন বছরে তিনি বেশ কয়েকটি মামলায় অসামান্য রায়দান করেছেন। তাঁর মৃত্যুতে টুইটে শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ক্যালকাটা বয়েজ স্কুল থেকে শিক্ষালাভের পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালের ২৫ জানুয়ারি তিনি কলকাতা হাই কোর্টের বারের সদস্য হিসেবে নথিভুক্ত হন। আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। আইনজীবী হিসেবে কাজ করাকালীন ‘পশ্চিমবঙ্গ আবগারি আইন’, ‘জরুরি পণ্য পরিষেবা আইন’ নিয়ে একাধিক পরীক্ষামূলক লেখালেখি করেছেন। এছাড়াও ‘ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সাইন্সে’ তিনি অতিথি অধ্যাপক হিসেবে কাজ করেছেন। ২০১৭-র সেপ্টেম্বরে তিনি হাই কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। বিচারপতি হিসেবে শপথ গ্রহণের আগে পর্যন্ত ‘প্রতীক দা’ নামে একটি আইন বিষয়ক ব্লগও লিখতেন।
লকডাউনের সময়ে দক্ষতার সঙ্গে এজলাস সামলেছেন তিনি। মাত্র তিন বছরের কর্মজীবনে চাইল্ড কেয়ার লিভ মামলা থেকে শুরু করে কলকাতা প্রাক্তন কমিশনার রাজীব কুমারের মামলা-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায়দান করেছেন। তবে শুক্রবার সকালে সব শেষ। মাত্র একান্ন বছর বয়সি ওই বিচারপতি হৃদরোগে আক্রান্ত হন। একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে সব শেষ। কর্মরত বিচারপতির অকাল মৃত্যুতে আইনজীবী ও বিচারপতি মহলে শোকের ছায়া।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ খবর শুনে শোকাহত। বিচার জগতে শূন্যতার সৃষ্টি হল বলেই টুইটে জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।