মোদীর ‘মন কি বাত’-এর পাল্টা কংগ্রেসের ‘দেশ কি বাত।’ আজ থেকেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বেতার কথার পাল্টা অস্ত্র হিসেবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নতুন প্রচার শুরু করছে কংগ্রেস।
প্রথম পর্বে বলবেন সর্বভারতীয় কংগ্রেসের অন্যতম মুখপাত্র পবন খেরা। কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের প্রধান রোহন গুপ্তা বলেছেন, “দেশ কি বাত থেকে সাধারণ মানুষের প্রতিদিনকার জীবনের জ্বলন্ত সমস্যাগুলিকে তুলে ধরা হবে। প্রশ্ন তোলা হবে সরকারের অর্থনৈতিক ব্যর্থতা নিয়ে। প্রতিশ্রুতি পূরণ না করা, অপরাধের সংখ্যাবৃদ্ধি, বেকারত্ব, মূল্যবৃদ্ধির মতো ইস্যুগুলিকেই আরও বেশি অংশের মানুষের কাছে তুলে ধরা হবে।”
দুই রাজ্যের ভোটের ফলে কিছুটা অক্সিজেন পেয়েছে সাবেক জাতীয় দল। দলের এক নেতার কথায়, “আমাদের সমর্থন বৃদ্ধি প্রমাণ করছে, মানুষ আবার কংগ্রেসের প্রতি বিশ্বাস রাখছে।”
কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, “দেশের দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কংগ্রেস সাধারণ মানুষের এই ইস্যুগুলিতে সোচ্চার হবে। প্রতিটি এপিসোডে একজন করে মুখপাত্র বলবেন।”