লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরই আরও আগ্রাসী হয়ে উঠেছে গেরুয়া শিবির। গোটা রাজ্যজুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে তারা। তবে এর পাশাপাশিই দলের অন্দরে চলছে গোষ্ঠীকোন্দল। এবার বিজেপির গােষ্ঠীকোন্দলের জেরে খোদ দলীয় নেতার হাতেই মার খেয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপির এক সক্রিয় কর্মী! জানা গেছে, ওই বিজেপি কর্মীর নাম অরূপ দেওয়ান। তাঁর বাড়ি আরামবাগের বলুণ্ডি গ্রামে।
অরূপ দেওয়ানের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে আরামবাগের তিরোলে বিজেপির রাজ্য কো-অপারেটিভ সেলের এক সভা ছিল। ওই সভায় তিনিও আমন্ত্রিত ছিলেন। তাই অন্যান্য কর্মীদের সঙ্গে নিয়ে ওই সভায় যােগ দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু বৃষ্টির জন্য ওই সভা বন্ধ হয়ে যায়।
সন্ধের দিকে যখন তিনি বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন, তখনই দলের সভাপতি শুভেন্দু কোলের নেতৃত্বে একদল কর্মী তাঁকে বেধড়ক মারধর করেন। তাঁর বুকে ঘুষি মারা হয়। রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। এরপর তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে, তাঁর সঙ্গে থাকা অন্য কর্মীরা তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন।
অরূপ দেওয়ান বলেন, ‘আমি দীর্ঘদিনের বিজেপি কর্মী। আমার ওপর বিরোধী দলের কর্মীরা বারবার আক্রমণ করেছে। আমার বাড়ি ঘর ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। মারও খেয়েছি।’ স্বাভাবিকভাবেই দলের অন্দরে এ হেন গোষ্ঠীদ্বন্দের খবর প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।