ছবিটা ভাইরাল হওয়ার পর থেকেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে দেখা গিয়েছে মদের বোতল আর মাংসের নানা উপকরণ নিয়ে পার্টি চলছে জেলের ভিতর৷ তাতে সামিল সেই জেলের কুখ্যাত অপরাধীরা৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এলাহাবাদে। সেখানকার নৈনি সেন্ট্রাল জেলের এই ঘটনার ছবি দেখে চক্ষু চড়কগাছ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের৷
এই সব অপরাধীদের সবাই কুখ্যাত শার্প শ্যুটার৷ যাদের বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ রয়েছে৷ দেখা গেছে, জেলের একটি সেলে বসে এই পার্টি চলেছে৷ অপরাধীরা নিশ্চিন্তে জেলের আশ্রয়ে বসে মোচ্ছব করছে৷
ছবিটা ভাইরাল হতেই প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনরা৷ কীভাবে এই অনুমতি মিলল অপরাধীদের? কীভাবে জেলের মধ্যে বসেই মদের বোতল ও মাংসের মতো খাবার পেয়ে গেল এই সব অপরাধীরা? জেলের মধ্যেই নিজেদের নেটওয়ার্ক গড়ে তুলে বাইরে থেকে প্রয়োজনীয় জিনিস আমদানি করা হয়? জেল কর্তৃপক্ষ এখনও চুপ কেন? এত প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়৷
অভিযোগ পাওয়া গেছে, জেল কর্তৃপক্ষের সম্মতিতেই এই পার্টি চলে৷ অর্থাৎ মনে করা হচ্ছে এই মোচ্ছবের সঙ্গে জড়িত রয়েছে জেল কর্তৃপক্ষের একাংশই৷ না হলে জেলের মধ্যে এই ধরণের পার্টি করা কোনওভাবেই সম্ভব নয়৷
যেসব কুখ্যাত অপরাধীরা এই মোচ্ছবে সামিল ছিল, তাদের মধ্যে উদয় যাদব, রানু, পতি রাজকুমার ও গদাউ পাসিকে চিহ্নিত করা হয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হওয়ার পরেই রীতিমত অস্বস্তিতে পড়েছে জেল কর্তৃপক্ষ৷
সূত্রের খবর, এলাহাবাদের ডিআইজি (কারা বিভাগ) বি আর বর্মা গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন৷ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে যথাযোগ্য শাস্তি দেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি৷