২০১৫ থেকে ২০১৯ লাফিয়ে লাফিয়ে বেড়ে নারী হেনস্থার ঘটনা। এই তথ্য জানিয়েছে খোদ মোদী সরকার। একদিকে মোদি সরকার নারী অধিকার, বেটি বাঁচাও বেটি পড়াও–এর কথা বলছে, তখনই দেশ জুড়ে বেড়ে চলেছে এই পাশবিক প্রবণতা।
[Total_Soft_Poll id=”5″]
জানা গেছে, গোটা দেশে দিনে প্রায় ৯২৬টি নারী হেনস্থার ঘটনা ঘটে আর অভিযোগ জমা পড়ে পুলিশের খাতায়। আর এর মধ্যে ১০৬টি অভিযোগেই দেখা যায়, আক্রান্তের উপর নির্দয় হামলা চালিয়েছে অভিযুক্তরা। ভারতের মতো দেশে নারী হেনস্থার মতো ঘটনা এমন বিপুল সংখ্যায় ঘটতে দেখে অবাক হচ্ছেন সকলেই।
[Total_Soft_Poll id=”6″]
শুধু দেশ জোড়া এই ঘটনার পরিসংখ্যান নয়। কেন্দ্রের তরফে রাজ্যভিত্তিক পরিসংখ্যানও দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, নারী হেনস্থার ঘটনায় সবচেয়ে উপরে আছে মধ্যপ্রদেশ। যে রাজ্যে ২০১৬ সালে ধর্ষণের অভিযোগ জমা পড়েছে প্রায় পাঁচ হাজারের কাছাকাছি। যা কয়েকমাস আগেও বিজেপি শাসনাধীন ছিল। তারপরেই আছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ। তারপর আছে মহারাষ্ট্র, রাজস্থান ও ওড়িশা। উল্লেখ্য, প্রথম দশ রাজ্যের তালিকায় নেই বাংলা। বাম শাসিত কেরালা আছে তালিকার দশম স্থানে।
[Total_Soft_Poll id=”7″]
