‘অশিক্ষিত’ মহিলারা তাঁকে ভোট দেয় নি, তাই পরিষেবাও পাবে না। এমনই মন্তব্য শোনা গেল কুঁয়ারজি বাভালিয়ার মুখ থেকে। তিনি রাজস্থানের বিজেপি সরকারের পানীয় জল সরবরাহ মন্ত্রী। গুরুত্বপূর্ণ পদ। কিন্তু তাঁর মুখ থেকেই এইরকম মন্তব্যে জাতীয় রাজনীতিতে বেশ শোরগোল পরে গেছে।
প্রসঙ্গত, রাজস্থানের কানেসারা গ্রামে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার চালানোর সময় ‘গ্রামে জলের সমস্যার’ বিষয়ে তাঁকে প্রশ্ন করে কিছু মহিলা। আর এই প্রশ্ন শুনে রেগে যান মন্ত্রী৷ সবাই কেন তাঁকে ভোট দেননি? এই প্রশ্ন তুলে তাঁর জবাব, ভোট দেননি, তাই পরিষেবাও পাবেন না৷ আর তাঁর এই মন্তব্য মোবাইল বন্দী করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন একজন৷ বলাই বাহুল্য, নির্বাচনের মুখে এমন ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি৷
উল্লেখ্য, গতবছর জাসদান বিধানসভা থেকে জয়লাভ করে মন্ত্রিত্ব পান কুঁয়ারজি। কিন্তু কোনো সমস্যাই সমাধান করেন নি তিনি। তাই তাঁকে পেয়ে সমস্যার কথা জানাতেই তাঁর সাফ জবাব, ‘আমি সরকারের প্রতিনিধি, চাইলেই কোটি টাকা মঞ্জুর করে জলের ব্যবস্থা করতে পারি৷ কিন্তু যখন আমি ভোটে দাঁড়িয়ে ছিলাম মাত্র ৫৫ শতাংশ ভোট পেয়েছিলাম৷ কেন সবাই ভোট দেয়নি আমাকে?’
আর তাতেই বেশ শোরগোল পড়েছে বিরোধীদের মধ্যে। অনেকেই এটাকে ‘নোংরা রাজনীতির’ আখ্যা দিচ্ছেন। যেমন কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল জানালেন যে, বিভেদের রাজনীতি করছেন মন্ত্রী৷ যারা তাঁকে ভোট দেবে না, তাঁরা পরিষেবাও পাবে না, এই ধরণের সস্তা রাজনীতি বিজেপিই করে। মন্ত্রীর মন্তব্যই যে বিজেপিকে কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছে তা বোঝাই যাচ্ছে। চিন্তিত রাজস্থানের গেরুয়া শিবির।