ছোট্ট চিরকুটে লেখা ‘বিজেপিকে ভোট দেবেন না।’ চিরকুটটি অন্যকিছু নয়, এক মানুষের সুইসাইড নোট। কোন মানুষ জীবনে হতাশার শেষ পর্যায়ে পৌঁছে গেলেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন। সেখানে এই সুইসাইড নোটে সরকারের প্রতি তীব্র হতাশা পুরো মাত্রায় ফুটে উঠেছে।
উত্তরাখণ্ডের দেরাদুনে ঈশ্বরচাঁদ শর্মা নামে ৬৫ বছর বয়সী এক কৃষক বিষ খেয়ে আত্মহত্যা করেন। আর তাঁর পাশ থেকে পাওয়া যায় ওই সুইসাইড নোট। তাতেই লেখা ‘বিজেপিকে ভোট দেবেন না।’। শুধু এটুকুই না তাতে আরও লেখা, ‘বিজেপি দেশের কৃষকদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। বিজেপিকে কেউ ভোট দেবেন না। না হলে এরা সব কৃষকদের চা ওয়ালা বানিয়ে ছাড়বে।’ এতে স্পষ্ট তাঁর নিশানা বিজেপি সরকারে পাশাপাশি মোদীর দিকেও।
[Total_Soft_Poll id=”2″]
সূত্রের খবর অনুযায়ী, কয়েকবছর আগে ঈশ্বরচাঁদের লোনের প্রয়োজন হওয়ায় তাঁকে ব্যাঙ্ক থেকে পাঁচ লাখ টাকা তুলতে হয়। আর ব্যাঙ্কে গ্যারান্টার হিসেবে কাউকে প্রয়োজন হওয়ায় শরণাপন্ন হতে হয় এক দালালের। সে লোন শোধ করে দেওয়ার পর ঐ দালাল তার কাছ থেকে ৪ লক্ষ টাকা দাবি করে না হলে তার সব ফসল বিক্রির টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হবে বলে তাকে ব্ল্যাকমেল করা শুরু হয়। আর এই মানসিক অবসাদই যে আত্মহত্যার। কারণ সেটাই মনে করছেন অনেকে।
বিরোধীরা এই ইস্যুতে বিজেপিকে তীব্র সমালোচনায় বিদ্ধ করে। গত তিন বছরে বার বার কৃষক আত্মহত্যার ঘটনা ঘটলেও তারা এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয় নি। সবদিক থেকে এই বিষয়ে বিজেপি যে কোণঠাসা তা স্পষ্ট হয়ে উঠেছে দেশজুড়ে।
[Total_Soft_Poll id=”3″]