শীত প্রায় শেষের পথে। শহরের তাপমাত্রা একটু একটু করে বাড়ছে। যেহেতু গরম বাড়ছে, তার সাথে তাল মিলিয়ে বাড়ছে মশার উপদ্রব। এই মশার হাত থেকে বাঁচতে নগরবাসী কিনছেন মশা তাড়ানোর ধূপ, তেল ইত্যাদি। কিন্তু এত কৃত্রিমতায় মানুষের শারীরিক ক্ষতি হচ্ছে। রাসায়নিক ধোঁয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছে আমাদের শ্বাসযন্ত্র। এমন অবস্থায় প্রাকৃতিক উপায়ে কেবল কিছু গাছ লাগিয়ে মশার উপদ্রব কমানো যায়।
এমন বেশ কয়েকটি গাছ আছে, যেগুলির গন্ধ মশা মোটেই সহ্য করতে পারে না। ওই গাছগুলি যদি বাড়ির আশেপাশে লাগানো যায়, তাহলে তার গন্ধের চোটে এলাকা ছেড়ে পালাবে মশার দল! মশার অত্যাচার থেকে মুক্তি পাবার সহজ উপায় হল, তুলসী গাছ। এই গাছ পরিবেশকে দূষণ মুক্ত রাখে। একাধিক আয়ুর্বেদিক গুণ এই তুলসীর তা জানা সকলেরই কিন্তু এই গাছের গন্ধ মশা, মাছি, পোকাদের দূরে রাখে। গাঁদা ফুলের গন্ধে শুধু মশা নয়, যে কোনও পোকা-মাকড়ই এর ধারে কাছে ঘেঁষে না। তাই বাড়ির চারপাশে গাঁদা গাছ লাগান। দূরে থাকবে মশা, মাছি, পোকা-মাকড়। একই সঙ্গে বাড়বে বাড়ির শোভাও। লেবু পাতার গন্ধ মশা, মাছি একেবারেই সহ্য করতে পারে না। তাই মশা তাড়াতে বাড়িতে লেবু গাছ লাগানো যেতেই পারে। এ ছাড়াও ল্যাভেন্ডারের গন্ধ মশা, মাছি একেবারেই সহ্য করতে পারে না। বাড়িতে ল্যাভেন্ডার গাছ লাগাতে না পারলেও ল্যাভেন্ডারের গন্ধ যুক্ত সুগন্ধি বা রুম ফ্রশনার ছড়িয়ে দিলে পাওয়া যাবে মশা থেকে মুক্তি। রসুন শুধু রান্নায় স্বাদ বাড়ায় না, একই সঙ্গে দ্রুত ক্ষত সারাতেও সাহায্য করে। বাড়িতে রসুন গাছ লাগালে মশার উপদ্রব থেকেও সহজে মুক্তি পাওয়া যায় খুব সহজেই।