দিনদিন জনসংখ্যা যত বাড়ছে ততই বাড়ছে বাড়তি গাড়ির চাপ। দক্ষিণ কলকাতার রাস্তা হাঁসফাঁস করছে ট্রাফিকে। প্রতিদিনের যানজট সামলাতে গিয়ে সমস্যায় পড়ছে ট্রাফিক পুলিশ। পাশাপাশি যানজটের সম্মুখীন হতে হচ্ছে শহরবাসীকে। এই সমস্যা মেটাতেই এবার দক্ষিণ কলকাতায় দু’টি নতুন উড়ালপুল তৈরির পরিকল্পনা নিল রাজ্য।
দুটি উড়ালপুলের একটি হবে আলিপুরের ‘সৌজন্য’ থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত। এবং আলিপুর চিড়িয়াখানা থেকে টালিগঞ্জের মধ্যে হবে আরেকটি সে্তু। ইতিমধ্যেই এই উড়ালপুলের জন্য পূর্ত দফতরের তরফে ডাকা হয়েছে টেন্ডার। এই দুটি উড়ালপুল তৈরি হলেই যানজট অনেক কম হবে বলে মনে করছে প্রশাসন।