পরের মরশুমেও আলেসান্দ্রো মেনেন্ডেজকে ধরে রাখার চিন্তাভাবনা শুরু করে দিলেন কোয়েস–ইস্টবেঙ্গল কর্তারা। দায়িত্ব নিয়েই আই লিগে পরপর দুটি ডার্বি জিতিয়েছেন ইস্টবেঙ্গলকে, এবার চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার কলকাতার বড় ক্লাব। যদিও বিগত বেশ কয়েক বছর আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ইস্ট বেঙ্গল। তবে স্প্যানিশ কোচ ইস্ট বেঙ্গল জনতার হৃদয়ে প্রবেশ করেছেন। ইতিমধ্যেই বিদেশ বা দেশের বেশ কিছু ক্লাবের নজর রয়েছে আলেজান্দ্রোর দিকে। সেই কারণেই সতর্ক কর্তারা। ইস্টবেঙ্গলের চুক্তিতে সই করার পর আইএসএলের একটি দলের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু লাল–হলুদ চুক্তিপত্রে সই হয়ে যাওয়ায় তা নিয়ে আর ভাবেননি আলেসান্দ্রো। এ প্রসঙ্গে কোয়েস–ইস্টবেঙ্গল সিইও সঞ্জিত সেন বলেন, ‘কোচকে রাখা, না–রাখা নির্ভর করছে বোর্ড মিটিংয়ের ওপর। বোর্ড সদস্যরা যা সিদ্ধান্ত নেবেন, সেটাই হবে।’ আলেসান্দ্রোর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিয়ে সামনের মরশুমের দলগঠনের দায়িত্বে তঁাকেই রাখতে পারে ইস্টবেঙ্গল।
