যারা চিকিৎসা দিয়ে মানুষের প্রাণ বাঁচান, সেই ডাক্তাররাই ইদানীং প্রাণ সংশয়ে ভোগেন রোগীর পরিবারের তান্ডবে। তাঁদের নিরাপত্তা দিতেই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ১০ হাজার টাকা বেতনে নিযুক্ত হবেন ৩২০০ সিভিক ভল্যান্টিয়ার। এক বছরের চুক্তিতে বহাল করা হবে তাঁদের, মাসে ২৮ দিন কাজ করবেন তাঁরা।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সরকারি হাসপাতালগুলিতে বাড়তি নিরাপত্তা দিতেই এই পদক্ষেপ মুখ্যমন্ত্রীর৷ রাজ্যের সব সরকারি হাসপাতালেই নিয়োগ করা হবে ভল্যান্টিয়ারদের। এর পাশাপাশি রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে রাজ্য।
বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও চিকিৎসকদের উপর আক্রমণের বিরুদ্ধে এর আগেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। হামলাকারীদের সমালোচনাও করেছিলেন কড়া ভাষায়। এমনকি সমস্ত চিকিৎসক নিগ্রহের ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছিলেন গত বছর এপ্রিল মাসে টাউন হলে সমস্ত বেসরকারি হাসপাতালের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত একটি বৈঠকে। সেই বৈঠকে তিনি কড়া বার্তা দিয়েছিলেন, কোনও রকম অসততা বরদাস্ত করা হবে না।
সেইসঙ্গে, চিকিৎসকদের নিগ্রহের ঘটনাও স্বীকার করে নিয়ে তিনি জানিয়েছিলেন এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বলেছিলেন, চিকিৎসায় কোনও গাফিলতি বা অসঙ্গতি থাকলে কেউ আইনি পথে মামলা করে ক্ষতিপূরণ দাবি করতে পারে। স্বাস্থ্য কমিশন অভিযোগ খতিয়ে দেখবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে চিকিৎসকদের উপর হামলা করা চলবে না। সেই বৈঠকে দেওয়া প্রতিশ্রুতি মেনেই এবার সারা রাজ্যের সরকারি হাসপাতালগুলোয় ৩২০০ সিভিক ভলান্টিয়ার নিয়োগ করার কথা ঘোষণা করলেন তিনি।