ফের বিপাকে পড়তে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। তাঁদের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে এবার দেশের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের হল। সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলায় বলা হয়েছে, কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে সকালে ছাত্রছাত্রীদের হিন্দী আর সংস্কৃত ভাষায় প্রার্থনা করানো হয়। এটা শিক্ষায় মেরুকরণের প্রচেষ্টা বলে অনেকে মনে করছেন। তাই এখন এই মামলাটি কোন বেঞ্চে শুনানি হবে তা ঠিক করবেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
আদালত সূত্রে খবর, মধ্যপ্রদেশের আইনজীবী বিনায়াজ শাহ এই মামলাটি দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ছাত্রছাত্রীদের মধ্যে হিন্দু ধর্মকে ঢুকিয়ে দিতেই এই পথ নেওয়া হয়েছে। এমনকী সকালের এই প্রার্থনায় উপস্থিত থাকাটা ছাত্রছাত্রীদের কাছে বাধ্যতামূলক করা হয়েছে। সেখানে চোখ বন্ধ করে করজোড়ে প্রার্থনা করতে হয়। কোনও ছাত্র বা ছাত্রী তা না করলে গোটা স্কুলের সামনে তাকে হেও প্রতিপন্ন করা হয়।
শুধু তাই নয়, সব কেন্দ্রীয় বিদ্যালয়ে তা করতে নির্দেশ জারি করা হয়েছে। ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা এই প্রক্রিয়ায় রাজি হচ্ছে না। সবার জন্য একটি প্রার্থনা করার ব্যবস্থা করা যায় না? দায়ের করা মামলায় প্রশ্ন তুলেছেন আইনজীবী। এই বিষয়ে বিচারপতি রোহিনটন ফলি নরিম্যান এবং বিচারপতি নবীন সিনহার বেঞ্চ কেন্দ্রের কাছে তাঁদের মতামত জানতে চাইলে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিদ্যালয়গুলি স্বশাসিত সংস্থা। তাই প্রার্থনা বাধ্যতামূলক নয়।