কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলকে কটাক্ষ করে ‘মিঞা’ বলে ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতদিনে তার পাল্টা দিলেন আহমেদ। নাম না নিয়ে মোদীকে কটাক্ষ করে আহমেদ বলেন, ‘নেহেরু মতো জ্যাকেট পরলেই আপনি নেহেরু হয়ে যাবেন না।’
সবরকাঁথা জেলায় এক জনসভায় উপস্থিত ছিলেন আহমেদ প্যাটেল। সেখানে মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তিনি। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় যে সব প্রতিশ্রুতি মোদী দিয়েছিলেন তা পূরণ করতে ব্যর্থ হয়েছেন জানিয়ে আহমেদ বলেন, ‘নেহেরু জ্যাকেট পরলেই আপনি আপনি নেহেরু হয়ে যাবেন না। একইভাবে বিদেশ সফরে গেলেই আপনি ইন্দিরা গান্ধী বা কুর্তা পরলেই রাজীব গান্ধী হওয়া যায় না। তার জন্য অনেক আত্মত্যাগ করতে হয়, তবেই নেহেরু, ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধী হওয়া যায়।’
মোদী বলেছিলেন ওপার থেকে গুলি চললে এপার থেকে গোলা যাবে। কিন্তু কার্যক্ষেত্রে তা হয়নি। সেই ব্যর্থতা নিয়ে মোদীকে খোঁটা দেন আহমেদ। বলেন, ‘পাকিস্তানকে নিজেদের ভাষায় শিক্ষা দিয়েছেন তা নিয়ে দম্ভ করেন নরেন্দ্র মোদি। তিনি নিজে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে মস্করা করেন। মনমোহন সিং নাকি পাকিস্তানকে প্রেমপত্র লিখে জঙ্গিদের ভারতীয় সীমান্ত আক্রমণের কথা বলেছেন। কিন্তু মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর কি করলেন? তিনি কি আদৌও পাকিস্তানকে শিক্ষা দিতে পেরেছেন? সকলেই জানেন যে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানিয়ে ছিলেন।’
