খেলার মাঠে আগ্রাসন কিংবা ব্যক্তিগত জীবনের সাথে কেরিয়ারের ভারসাম্য বজায় রাখা, ভারত অধিনায়ক বিরাট কোহলি সবসময়েই আলোচনার শিরোনামে থাকেন৷ কিছুদিন আগেই অ্যাডিলেডে টেস্ট ম্যাচ চলাকালীন ভাইরাল হয়েছিল মাঠের মধ্যে বিরাটের নাচ৷ আর এবার বছর শেষের মুখে আবারও বিরাটের ‘বিরাট কীর্তি’৷ বিদেশের মাঠে ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের সংখ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছুঁয়ে ফেললেন বিরাট।
এর আগে বিদেশের মাটিতে (এশিয়ার বাইরে) টেস্ট জয়ের তালিকায় ভারতীয় অধিনায়কদের মধ্যে শীর্ষে ছিলেন সৌরভ। তাঁর অধিনায়কত্বে বিদেশের মাটিতে ১১টি টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। মেলবোর্নে ১৩৭ রানে জয়ের সঙ্গে বিরাটের নামের পাশেও জুড়ল অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে ১১টি টেস্ট জয়ের রেকর্ড। অর্থাৎ সিডনিতে জয় পেলেই মহারাজকে টপকে যাবেন বিরাট। এই তালিকায় দুই নম্বরে আছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর অধিনায়কত্বে বিদেশের মাটিতে ৬টি টেস্ট জিতেছে ভারত।
তবে ফিটনেসে সৌরভকেও টপকে গিয়েছেন বিরাট। তিনি নিজে সবসময় ফিটনেসের শীর্ষে থাকেন আর পুরো দলও সেটাই ফলো করে। আর এখনকার ক্রিকেটে বিদেশের মাটিতে জিততে গেলে ফিট থাকা সবথেকে বেশি জরুরি। অধিনায়ক হিসেবে সবে মাত্র চার বছর হলো ভারতের। এখনও অনেকদিন তাঁর নেতৃত্বেই খেলবে ভারত। তাই বলা যায় বিদেশের মাটিতে সফলতম অধিনায়ক হিসেবে ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন কোহলি। আপাতত টেস্ট ও একদিনের ক্রিকেটে এক নম্বর ব্যাটসম্যান হিসেবে বছর শেষ করলেন কিং কোহলি আর তার সাথেই ছুঁয়ে ফেললেন ‘দাদার কীর্তি’৷