স্ট্রংরুমে সিসিটিভি ক্যামেরা বন্ধ ও দুদিন পরে ভোটকেন্দ্রে ইভিএম পৌঁছনোর যে অভিযোগ কংগ্রেস তুলেছিল তা মেনে নিয়েছিল মধ্যপ্রদেশের নির্বাচন কমিশনার। তাদের রিপোর্টেও জানিয়েছিল সে কথা। এবার বিধানসভা ভোট চলাকালীন রাজ্যের সমস্ত বুথেই ইভিএম সমস্যার অভিযোগ তুলল কংগ্রেস।
কমলনাথের অভিযোগ, মধ্যপ্রদেশের সব জেলা থেকেই বিদ্যুৎ না থাকার ফলে ইভিএম বন্ধ হয়ে যাওয়া অথবা যান্ত্রিক ত্রুটির কারণে ইভিএম কাজ না করার মত অভিযোগ করেছেন কংগ্রেস কর্মীরা। তাদের দাবি, যে সমস্ত বুথে ইভিএম নিয়ে সমস্যা দেখা দিয়েছে সেখানকার ভোটকর্মীদের অবিলম্বে ভোট গণনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হোক। কংগ্রেসের অভিযোগ, বিজেপি ওই ভোটকর্মীদের সঙ্গে হাত মিলিয়ে ইভিএম বদলে দেওয়ার ষড়যন্ত্র করেছে! দু’জন সরকারি কর্মীকে মদ্যপ অবস্থায় বিজেপি নেতার হোটেলে ইভিএম-সহ ঢুকতে দেখা গেছে বলেও দাবি করেছে কংগ্রেস। তাদের আরও দাবি, এর ভিডিও ফুটেজও তাদের কাছে আছে। সময় এলেই তা বের করা হবে।
মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথ এবং রাজ্যসভার সাংসদ কপিল সিবালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে সমস্যার মীমাংসা চেয়েছেন বলে জানা গেছে। এতে নির্বাচন কমিশনের ওপর যে নতুন করে চাপ বাড়ল তাতে সন্দেহ নেই।