বিজেপির ‘নাম বদলের’ রাজনীতিকে ভাল চোখে দেখছেন না কেউই। এর আগেও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। এবার নাম বদল ইস্যুতে এককালের শরিক বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন পিডিপি নেত্রী তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
মুফতি বলেন, ‘মোদী, যোগীরা দেশের মুসলিমদের বার্তা দিচ্ছেন যে ভারত তাঁদের দেশ নয়। দেশের ঐক্যের ঐতিহ্যে এটা বড় আঘাত। বহুত্ববাদই ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য। সকলেই এখানে মিলেমিশে রয়েছে বহুকাল ধরে। কিন্তু নাম বদল করে বিজেপি বলতে চাইছে এ দেশে মুসলিমদের থাকার অধিকার নেই।’
এর পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘শহরের নাম বদলের আগে বিজেপি সরকারের মন্ত্রীসভার ৩ মুসলিম মন্ত্রী শাহনওয়াজ হুসেন, মুখতার আব্বাস নকভি ও মহসিন রেজার নাম বদল করা হচ্ছে না কেন?’ তাঁর কথায়, শহরের নাম বদলের আগে এই ৩ কেন্দ্রীয় মন্ত্রীর নয়া নামকরণ করুক মোদী সরকার।