একদিকে বিজেপিকে হারাতে কংগ্রেসের হাত ধরতে চেয়ে পলিটব্যুরোয় তদ্বির করছে আলিমুদ্দিন। অন্যদিকে পঞ্চায়েতের দখল পেতে সেই বিজেপির সঙ্গেই জোট বাঁধছে সিপিএম।
কুলতলি বিধানসভার জয়নগর ২ ব্লকের বেলেদুর্গানগর পঞ্চায়েতে বোর্ড গঠন করতে গিয়ে মিলে গেল রাম-বাম এবং নির্দল। এই পঞ্চায়েতের মোট ১৮ টি আসনের মধ্যে বিজেপি-র দখলে ৬ টি এবং তৃণমূলের দখলে ৬ টি আসন রয়েছে। আর সিপিএম এবং নির্দলের দখলে ৩ টি করে আসন। বোর্ড গঠনের সময় বিজেপিকে সমর্থন জানায় সিপিএম। নির্দলের সমর্থনও ছিল রাম-বাম জোটের পক্ষে। ফলে পঞ্চায়েতের দখল পেতে সমস্যা হয়নি তাদের। পঞ্চায়েত প্রধান হয়েছেন বিজেপির মানু মণ্ডল। উপপ্রধান সিপিএমের নাসিরুদ্দিন মোল্লা।
কয়েকদিন আগেই জয়নগর ২ ব্লকের নলগড়া পঞ্চায়েতে বাম-রাম জোট মিলে পঞ্চায়েত গঠন করেছিল। তার একদিন পরেই ফের বেলেদুর্গানগরের পঞ্চায়েতের দখল পেতে মিলে গেল লাল-গেরুয়া। এই নিয়ে জেলার মোট ৪ টি পঞ্চায়েতের দখল নিল রাম-বাম জোট। বোর্ড গঠনের পর সিপিএম এবং বিজেপি কর্মীরা আবির খেলেন। তারপর লাল ও গেরুয়া আবির মেখে এলাকায় বের হয় মিছিল। বিজেপির জেলা সভাপতি সুনীপ দাসের আশা, আগামীতে এই সব অঞ্চলে বিজেপি-র শক্তি আরও বাড়বে। সমালোচনায় মুখর কুলতলি ব্লক তৃণমূল নেতৃত্ব। তাঁদের কথায়, সিপিএম এবং বিজেপি যে একে অপরের দোসর তা আরও একবার প্রমানিত হল। গ্রামের মানুষ বাম-রাম জোট মানবেন না। তাঁরা প্রত্যাখ্যান করবেন এমন আদর্শবিরোধী জোটকে।