বর্ষার মরসুমে ডেঙ্গুর আতঙ্ক| বর্ষায় মশাবাহিত রোগ প্রতিরোধে এলাকা পরিস্কার ও মানুষের সচেতনতা বৃদ্ধিতে সব পুরসভাকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী| সেই মতো বর্ষা পড়তেই শুরু হয়েছে এলাকা থেকে জনা জল পরিস্কার, ব্লিচিং ছড়ানোর কাজ|
মশাবাহিত রোগ মুক্তিতে জনসচেতনা বৃদ্ধি লক্ষ্যে হুগলির কোৎরং পুরসভায় পুরপারিষদ সুমিত চক্রবর্তীর নেতৃত্বে পদযাত্রা হয়| পুরসভার ১৬ ও ১৮ নম্বর ওয়ার্ডে এই পদযাত্রায় অংশ নিয়েছিলেন স্থানীয় বাসিন্দরা|