এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের শেষ দিনে কম্পাউন্ড বিভাগের মিক্সড টিম ইভেন্টে সোনার পদক জিতলেন ভারতীয় জুটি অভিষেক বর্মা ও জ্যোতি সুরেখা বেন্নাম। এশিয়ান তিরন্দাজির শেষ দিনে এল কাঙ্ক্ষিত সোনা। এই ইভেন্টের ফাইনালে অভিষেক-জ্যোতি ১৫৮-১৫১ পয়েন্টের ব্যবধানে পরাস্ত করেন চাইনিজ তাইপের য়ি-সুয়ান চেন ও চিয়ে-লু-চেন জুটিকে।
মিক্সড টিম ইভেন্টের আগে পুরুষদের দলগত বিভাগের ফাইনালে অভিষেকরা মাত্র ১ পয়েন্টের জন্য সোনা হাতছাড়া করেন। কোরিয়া ২৩৩-২৩২ পয়েন্টের ব্যবধানে ফাইনাল জিতে সোনার পদক নিশ্চিত করেন।
সোনা জয়ের পর অভিষেক জানান, “অবহাওয়া অনুকূল ছিল না। বেশ জোরে বাতাস বইছিল। তবে এটাই আমাদের কাছে সোনা জেতার শেষ সুযোগ ছিল। আমরা শেষমেশ সফল হয়েছি। সোনা জিতলে গোটা দলের আত্মবিশ্বাস বাড়ে। আমরা ইভেন্টে আগাগোড়া ভালো পারফর্ম করেছি”।