ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ঝাড়খণ্ড নির্বাচনের আগে কি ফের বিদ্রোহের পথে গেলেন নীতিশ, প্রশ্ন উঠছে এমনটাই৷ ঝাড়খণ্ডে বিজেপি শিবির ছেড়ে আসা অন্যতম নেতা সরযূ রায়ের হয়ে পূর্ব জামশেদপুর কেন্দ্রে প্রচারে আসতে পারেন নীতীশ কুমার৷ আরও তাৎপর্যপূর্ণ, এই কেন্দ্রেই বিজেপির হয়ে লড়ছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস৷ কেন্দ্রের ক্ষমতায় থাকা এনডিএ শরিক জনতা দল ইউনাইটেড সাংসদ রাজীব রঞ্জন সিং (লাল্লন সিং) বিস্ফোরক মন্তব্য করেছেন এই বিষয়ে।
মুঙ্গেরের সাংসদ বলেন, দুর্নীতির বিরুদ্ধে বারবার লড়াই করা বিজেপি ত্যাগী সরযূ রায়কে সমর্থন করছি আমরা৷ তাঁর হয়ে প্রচারে আসতে পারেন নীতীশ কুমার৷ জেডিইউ-এর তরফে এমন বার্তা এসে পড়ায় আরও সরগরম হয়েছে ঝাড়খণ্ড৷ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস বনাম দলত্যাগী সরযূ রায়ের লড়াই ঘিরে রাঁচির রাজনীতি সরগরম৷ টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়েই বিজেপির অভ্যন্তরে তীব্র ভাঙনের ইঙ্গিত দিয়েছেন সরযূ রায়৷
জানা গেছে, তাঁর দলত্যাগের পর ঝাড়খণ্ড তো বটেই, অপর প্রতিবেশী রাজ্য বিহারের রাজনীতিতেও ছড়িয়েছে চাঞ্চল্য৷ রাঁচির রাজনীতিতে বলা হয়ে থাকে, পশুখাদ্য মামলায় অবিভক্ত বিহারের দুই মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র (প্রয়াত) ও লালুপ্রসাদ যাদবকে জেলের দরজা দেখানোর অন্যতম ব্যক্তিত্ব সরযূ রায়৷ আবার খনি কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়াকেও জেলের চৌকাঠে পৌঁছে দিয়েছিলেন সরযূ৷ তাই বিজেপি ত্যাগী সরযূ রায়ের অবস্থান নিয়ে বিরোধী শিবিরও সরগরম৷