চাকদা থানার ডুমুরিয়া গ্রামে মঙ্গলবার রাতে নিজের বাড়িতেই নৃশংস ভাবে খুন হলেন এক তৃণমূল কর্মী। মৃতের নাম দেবব্রত বিশ্বাস। গ্রাম পঞ্চায়েত প্রধান প্রবীর মজুমদার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তবে এই খুনের পিছনে কারা রয়েছে সে বিষয়ে মতভেদ আছে। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের পরই জানা যাবে কেন এই খুন! তবে দলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই খুনের সাথে জড়িত।
মৃতের বাবা দিলীপ বিশ্বাস বলেন, “দেবব্রত কাজের সূত্রে মুম্বইতে থাকে। প্রায়ই বাড়ি আসে। বেশ কয়েকদিন আগে তার ৬ বছরের মেয়েকে নিয়ে এখানে এসেছিল। সকালে ঘুম থেকে উঠে আমার নাতনি প্রথম দেখতে পায় ওকে ক্ষত বিক্ষত অবস্থায়। ওর চিৎকারে আমরা সবাই দৌড়ে যাই”।
পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ নিয়ে যায়। পরে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। দেবব্রতর বাবা জানান, তার ছেলের কোনো শত্রু আছে বলে তার জানা নেই। তবে যারা তার ছেলেকে খুন করেছে তাদের চরম শাস্তির দাবি করেছেন তিনি।
পঞ্চায়েত প্রধান এই ঘটনায় বলেছেন, “এলাকায় উত্তেজনা সৃষ্টি করার জন্য বিরোধীরা এই কাজ করেছে। এলাকায় অস্থিরতা তৈরি করে উন্নয়নের কাজকে ব্যাঘাত ঘটাতে চাইছে তারা”।