কাজ করার সময়সীমা হবে ৮ ঘণ্টা, এই নিয়ে লড়াই হয়েছিল। কিন্তু সেই লড়াইয়ের মর্যাদা আর দিতে রাজি নয় কেন্দ্রীয় সরকার! এবার থেকে ৯ ঘণ্টার সাধারণ কর্মদিবস চালু করতে চায় মোদী সরকার। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই দেশে এমন আইন আসতে চলেছে বলে মনে করা হচ্ছে।
নূন্যতম বেতন সম্পর্কে কোনও কথা না বলা হলেও বেতন বিধি সংশোধনের কাজে হাত দিয়ে নরেন্দ্র মোদী সরকার যে নয়া খসড়া তৈরি করেছে তাতে এই ৮ ঘণ্টার পরিবর্তে ৯ ঘণ্টার সাধারণ কর্মদিবস চালুর সুপারিশ রয়েছে। ৯ ঘণ্টার সাধারণ কর্মদিবস হওয়া উচিত বলেও খসড়ায় উল্লেখ করা হয়েছে। যদিও এই বিষয় সাধারণ মানুষের মতামতও জানতে চেয়েছে মোদী বাহিনী। কেন্দ্রীয় সরকারের এই নয়া খসড়া নিয়ে স্বভাবতই চাপা উত্তেজনা তৈরি হয়েছে।একদিকে, নূন্যতম বেতন নিয়ে চুপ কেন্দ্র, তার ওপর কর্মদিবস একঘণ্টা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত, সবমিলিয়ে আপাত দৃষ্টিতে এই সিদ্ধান্তে একদমই অখুশি জনসাধারণ।
এই সুপারিশ ঘিরে বিভিন্ন মহলই এখন থেকেই কেন্দ্রের বিরোধিতায় সরব হয়েছে। তাদের বক্তব্য, বর্তমানে বেশিরভাগ সংস্থাই তাদের কর্মীদের দিয়ে ৯ ঘণ্টা কাজ করিয়ে নিচ্ছে। বিরোধিতার অভাবে সেই চাপ মুখ বুঝে সহ্যও করছে তারা। তার মধ্যেই সরকারের এই নয়া সুপারিশ আগুনে আরও ঘি ঢালবে বলে মনে করছেন অনেকে।