ব্যবসার অনুকূল পরিবেশের নিরিখে রাজ্যগুলির তালিকায় পাঁচ ধাপ এগিয়ে দশম স্থানে উঠে এল পশ্চিমবঙ্গ।
২০১৭ সালে রাজ্যগুলির জন্য নির্ধারিত বিজনেস রিফর্মস অ্যাকশন প্ল্যান বা ব্যবসা করার প্রক্রিয়া পদ্ধতি কর্মসূচি কোনও রাজ্যে কতটা রূপায়িত করেছে তার রিপোর্ট কার্ড প্রকাশ করেছে কেন্দ্রীয় শিল্পমন্ত্রকের অধীন ডিপার্টমেন্ট অফ ইন্ড্রাস্ট্রিয়াল পলিশি অ্যান্ড প্রমোশান। সেই তালিকায় দশমস্থানে রয়েছে বাংলা।
২০১৬ সালের মতোই, বিজনেস রিফর্মস অ্যাকশন প্ল্যান রূপায়নের তালিকায় প্রথম অন্ধ্রপ্রদেশ ও দ্বিতীয় স্থানে রয়েছে তেলেঙ্গানা। এই দুই রাজ্যের পরেই জায়গা পেয়েঠছে, হরিয়ানা, ঝাড়খণ্ড, গুজরাট, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, কর্ণাটক ও রাজস্থান।
উল্লেখযোগ্য, এই তালিকায় এবার স্থান পেয়েছে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ ও কংগ্রেস-জেডিএস জোটের কর্ণাটক।
শিল্পে উৎপাদন বৃদ্ধির নিরিখে এবার রেকর্ড সাফল্যের পালকবাংলার ঝুলিতে। শিল্প বান্ধব রাজ্য হিসাবেও বিনিয়োগকারিদের নজর কেড়েছে পশ্চিমবঙ্গ। শিল্প টানতে বিভিন্ন ‘শিল্প গঠন পক্রিয়া সংস্কার’ করেছে রাজ্য। সেই সংস্কারের হাত ধরেই সাফল্য বলে মনে করা হচ্ছে।
২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই মোদী সরকার রাজ্যগুলিতে ব্যবসার সহজ পরিবেশ ও অনুকূল পরিস্থিতির জন্য বিশ্বব্যাঙ্কের সহায়তায় কিছু সংস্কারমূলক কর্মসূচি ঘোষণা করে। সেই কর্মসূচি রূপায়ণের ভিত্তিতেই হয় এই তালিকা।
২০১৭ সালে রাজ্যগুলির জন্য কেন্দ্র শ্রম, প্রশাসনিক স্তরে ১২টি ক্ষেত্রে মোট ৩৭২ দফা সংস্কারের কর্মসূচি ঘোষণা করে। তার মধ্যে ৩৬৭টি সংস্কার কর্মসূচির সফল রূপায়ণ করে পশ্চিমবঙ্গ। ফলে রাজ্যের ‘স্কোর’ দাঁড়ায় ৯৯.৪৬ শতাংশ।
ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে শিল্প স্থাপনে একাধিক পদক্ষেপ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই উদ্যোগে সাড়া দিয়েছেন শিল্পপতিরা। শিল্প স্থাপনের পরিবেশ যে এরাজ্যে ভালো কেন্দ্রীয় রিপোর্ট থেকে আরও স্পষ্ট হচ্ছে।