লোকসভা ভোটে বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসার পরই সদ্য অনুষ্ঠিত মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। জয় পেলেও খুব একটা স্বস্তিতে নেই বিজেপি। এই পরিস্থিতিতে নাগরিকদের জন্য এক দেশ-এক কার্ডের বিষয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সূত্র উদ্ধৃত করে একটি ইংরেজি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।
প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আগামীদিনে এদেশের নাগরিকদের আর ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, আধার-সহ একাধিক কার্ডের প্রয়োজন হবে না। একটি মাত্র কার্ড থাকলেই হবে। এমনকী তখন আধার কার্ড বাতিল হয়ে যাবে। এর ফলে সাধারণ মানুষের খুব সুবিধা হবে। আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। এই অধিবেশনে এই সংক্রান্ত বিল আনতে পারে কেন্দ্র।
১৩ অক্টোবর পর্যন্ত সংসদের শীতকালীন অধিবেশন চালু রাখার পরিকল্পনা করেছে কেন্দ্র। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিল পেশ করতে পারে সরকার। এর মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি এবং শ্রম সংস্কার অন্যতম। এছাড়া জাতীয় রাজধানী অঞ্চলের ব্যাপ্তি বৃদ্ধির বিষয়ে চিন্তাভাবনা করছে কেন্দ্র। নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম, বাঘপথ এবং সোনেপথকে এর আওতায় আনার বিষয়টি সরকারের বিবেচনার মধ্যে আছে। এনসিআরের পরিধি বৃদ্ধি বিষয়েও কেন্দ্রের তরফে সংসদে বিল পেশ করা হতে পারে।