দিল্লীতে মনোহর লাল খাট্টার ৭ টি নির্দল বিধায়কের সমর্থন আদায় করে ফিরে যাওয়ার পরেই বিস্ফোরক মন্তব্য করলেন জননায়ক জনতা পার্টি প্রধান দুশমন্ত চৌটালা। হরিয়ানায় সরকার গড়ার চাবিকাঠি এখনও তাঁরই হাতে। এমনটাই মত তাঁর। সমর্থনের শর্তাবলী জানাতে দেরি করে ফেললেন কি না জানতে চাওয়া হলে চৌটালা পাল্টা বলেন, ‘যদি আপনারা হরিয়ানায় স্থায়ী সরকার চান, তাহলে মনে রাখবেন যে এখনও আমার হাতেই রয়েছে তার চাবিকাঠি।’
৭ জন বিধায়কের সমর্থন পাওয়ার পরে হরিয়ানায় সরকার গড়ার লক্ষ্যে মোট ৪০ টি আসন পেলেন মনোহর লাল খাট্টার। তবে বিধানসভায় গরিষ্ঠতা অর্জন করতে এখনও ৬টি আসন প্রয়োজন বিজেপির। দলীয় নেতৃত্বের বক্তব্য, দুশমন্ত চৌটালার সমর্থন পেতে দরজা খুলে রেখেছে বিজেপি। তবে সমর্থন পেতে জেজেপির চাপানো শর্ত মানতে রাজি নয় পদ্ম শিবির।
শনিবার সকালে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন-সহ শীর্ষ নেতৃত্বের নজরদারিতে এক বৈঠকে মিলিত হয়ে খাট্টারকে আনুষ্ঠানিক ভাবে মন্ত্রিসভার নেতা হিসেবে নির্বাচিত করতে চলেছেন বিজেপি বিধায়করা। তারপরেই রাজ ভবনে গিয়ে সরকার গড়ার দাবি পেশ করবেন খাট্টার।
এদিকে খাট্টার বিদায় নেওয়ার পরে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন আলোচনার কেন্দ্রে থাকা দুশমন্ত চৌটালা। হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে ত্রিশঙ্কু পরিস্থিতি দাঁড়ালে জেজেপির ১০ জন বিধায়কের উপরেই যাবতীয় নজর এসে পড়ে। কিন্তু এখনও পর্যন্ত কংগ্রেস না বিজেপি, কাকে সমর্থন করবেন তা স্পষ্ট করেননি চৌটালা। গতকাল থেকে তিনি বলে চলেছেন, কংগ্রেস এবং বিজেপি দুই পক্ষের জন্যই তাঁর দরজা খোলা রয়েছে।
এদিন সাংবাদিক সম্মেলনেও তিনি জানান, যে পক্ষ তাঁর দলীয় এজেন্ডাকে স্বীকৃতি দেবে, তাকেই সমর্থন জানাবে জেজেপি। তিনি বিশেষ করে দু’টি বিষয়ে গুরুত্ব আরোপ করেন- হরিয়ানায় স্থানীয় তরুণদের জন্য ৭৫% কর্ম সংস্থানের সংরক্ষণ এবং সরকারি ভাতার হারে উল্লেখযোগ্য বৃদ্ধি।