রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ঋণের পরিমাণ ৫৮ হাজার কোটি টাকা। তাই এই রুগ্ন সংস্থার ১০০ শতাংশ শেয়ার বিক্রি করে ফেলার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের আর্থিক পরিস্থিতিও তলানিতে পৌঁছেছে। এমন অবস্থায় নভেম্বর মাসের গোড়ায় এই বিমান সংস্থাকে বিক্রি করে দিতে চায় কেন্দ্রীয় সরকার।
সূত্রের খবর, নভেম্বর মাসেই আগ্রহী ক্রেতাদের যোগাযোগ করতে বলা হয়েছে। কয়েকটি সংস্থা এয়ার ইন্ডিয়া কেনার আগ্রহ দেখিয়েছে। ই-বিডিং ব্যবস্থার মাধ্যমে দরপত্র আহ্বান করা হবে।
গত সপ্তাহে অসামরিক বিমান চলাচল সচিব প্রদীপ সিং খারোলা এয়ার ইন্ডিয়া নিয়ে রিভিউ মিটিং করেন। এরপর আগামী ২২ অক্টোবর ওই বিমান সংস্থার বোর্ডের বৈঠক বসবে। অক্টোবরের শুরুতে এয়ার ইন্ডিয়ার ম্যানেজমেন্ট ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে বৈঠকে বসে। তাদের বলা হয়, লোকসানে চলা বিমান সংস্থার বেসরকারিকরণ করা হবে। বেশিরভাগ ইউনিয়নই বেসরকারিকরণের বিরোধিতা করেছিল। তাদের আশঙ্কা, সেক্ষেত্রে বহু কর্মী কাজ হারাবেন।
কিছুদিন আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এয়ার ইন্ডিয়া বাজারে বন্ড ছেড়ে টাকা তুলবে। সেই টাকায় বিমান সংস্থার ৩০ হাজার কোটি টাকার ঋণ শোধ করা হবে। এয়ার ইন্ডিয়া অ্যাসেট হোল্ডিং লিমিটেড নামে এক সংস্থার মাধ্যমে বাজারে বন্ড ছাড়বে বিমান সংস্থা।
একসময় শোনা গিয়েছিল, ঋণে ডুবে থাকা এয়ার ইন্ডিয়া কিনতে আগ্রহ দেখাচ্ছে না কোনও ক্রেতা। ইন্ডিগো এবং জেট এয়ারওয়েজের মতো সংস্থা প্রথমে আগ্রহ দেখিয়েও পরে পিছিয়ে গিয়েছিল। এয়ার ইন্ডিয়ার বিপুল ঋণ তো আছেই, তার ওপরে এক দশকের বেশি সময় ধরে সংস্থাটি লোকসানে চলছে। এখনও পর্যন্ত তার মোট ক্ষতির পরিমাণ ৪৬ হাজার ৮০৫ কোটি টাকা। কেবল ২০১৬-১৭ সালে তার মোট ক্ষতির পরিমাণ ছিল ৫৭৬৫ কোটি টাকা।