লোকসভা ভোটের আগের থেকেই বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাস স্থাপনের চেষ্টা করেছে দুষ্কৃতীরা । নির্বাচনের এত দিন বাদেও তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন দুষ্কৃতীদের দ্বারা।কোথাও ভাঙচুর করা হচ্ছে তৃণমূলের পার্টি অফিস, কোথাও মারধর করা হচ্ছে। কোথাও বা খুন করা হচ্ছে। এবার ফের হাসনাবাদে আক্রান্ত হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান।
সূত্রের খবর, মঙ্গলবার সন্ধেয় পঞ্চায়েতের কাজ সেরে বাড়ি ফিরছিলেন মুরারিশাহ পঞ্চায়েতের প্রধান আবদুল ওয়াহাব। সেই সময় কয়েকজন দুষ্কৃতী প্রধানের ওপর চড়াও হয়। তাকে মারধর করা হয় বলে অভিযোগ। প্রধানকে নিগ্রহ করা হচ্ছে দেখে এলাকার তৃণমূল কর্মীরা ছুটে এসে তাঁকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচান। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
দলীয় প্রধানের ওপর প্রকাশ্যে হামলার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বুধবার সকালে মুরারিশাহ চৌমাথা ন্যাজাট–চৈতল–বসিরহাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। অবরোধে নেতৃত্ব দেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজি, পঞ্চায়েত সমিতির সহ–সভাপতি এসকেন্দার গাজি–সহ ব্লক তৃণমূল নেতারা।