ক্রিকেট মাঠ থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর হল। তবে আবারও ব্যাট হাতে বাইশ গজে শচীন তেন্ডুলকর,ব্রায়ান লারা, বীরেন্দ্র সহবাগ, মুথাইয়া মুরলীধরনের মতো খেলোয়াড়দের দেখা যাওয়া সম্ভাবনা দেখা দিয়েছে।
প্রসঙ্গত, ভারতে পথ নিরাপত্তার প্রচারে মুম্বইয়ে আগামী বছর ফেব্রুয়ারিতে হচ্ছে নতুন টি-টোয়েন্টি লিগ, যা ভারতীয় বোর্ডের অনুমোদন পেয়ে গিয়েছে। এই টুর্নামেন্টের নাম ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ।’ সচিন-লারার মতো কিংবদন্তি ছাড়াও সারা বিশ্বের অবসর প্রাপ্ত নামী ক্রিকেটাররা এই লিগে খেলবেন। যেমন খেলার কথা জাক কালিস, ব্রেট লি ও শিবনারায়ণ চন্দ্রপলের।
প্রথম বার এই রোড সেফটি লিগ হবে মুম্বইয়ে ২০২০ সালের ২-১৬ ফেব্রুয়ারি। পাঁচটি টিম খেলবে। এরা হল ইন্ডিয়া লেজেন্ডস, অস্ট্রেলিয়া লেজেন্ডস, সাউথ আফ্রিকা লেজেন্ডস, শ্রীলঙ্কা লেজেন্ডস ও ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস। মোট ১১০ জন ক্রিকেটার ইতিমধ্যেই অংশগ্রহণের ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন।