সাড়ম্বরে উদ্বোধন হল কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব এবং ব্যবসায়ী সমিতির পুজোর। উদ্বোধন করতে এসেছিলেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পুজোর উদ্বোধন করে পার্থ জানালেন, “ ধর্ম যার যার উৎসব সবার”।
পার্থ আরও জানান, “আমরা পুজোয় মাকে বলি, মা শান্তি দাও। ঐক্যবদ্ধ সমাজ গড়ার কাজে শক্তি দাও। কর্ম দাও। আমরা সকলে এক হয়ে দেশের জন্য কাজ করব। এই প্রার্থনা করার সময় বিভেদের কথা, আলাদা আলাদা সম্প্রদায়ের কথা কারও মনে থাকে না। তবু কোনও কোনও শক্তি এখানে বিভেদ তৈরি করতে চাইছে। বাংলা ও বাঙালি কখনও এই বিভেদ মেনে নেবে না”।
লুমিনাস ক্লাবের এই পুজো এবার ২৭ বছরে পা দিল। এবারের থিম বাহুবলী পার্ট ২–র মহেশমতির রাজপ্রাসাদের আদলে সেজে উঠেছে পুজো মণ্ডপ। মণ্ডপসজ্জা প্রসঙ্গে বলতে গিয়ে পুজো কমিটির কর্মকর্তা অরূপ মুখার্জি বলেন, ‘আমাদের মণ্ডপটি তৈরি করেছেন মেদিনীপুরের শিল্পীরা। দু’মাস ধরে পাটকাঠি দিয়ে মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে। ৬০ জন কর্মী প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা করে কাজ করে মণ্ডপটি সাজিয়ে তুলেছেন।’ রাজপ্রাসাদটি ফুটিয়ে তোলার জন্য মণ্ডপের সামনে একটি ফুলের বাগান তৈরি করা হয়েছে। পুজো কমিটির সভাপতি বলরাম মাজি বলেন, ‘প্রতিমাতেও আমরা এবার থিমের সাহায্য নিয়েছি।’
এই পুজো প্রসঙ্গে পার্থ বলন, “এই পুজোয় আমি কয়েক বছর ধরে আসছি। দেখছি অরূপ মুখার্জি পুজোর মণ্ডপসজ্জা ও প্রতিমা একটা উচ্চ মাত্রায় নিয়ে গেছেন। সত্যি, এই পুজোর ভাবনার তারিফ করতে হয়!’ উদ্বোধনে এসে বিধায়ক শঙ্কর সিং বলেন, ‘মাকে নিয়ে এখন অনেকে টানাটানি করছেন। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘মা সবার। পুজোয় আমরা সবাই মায়ের আরাধনা করি। আনন্দ করি। এখানে কোনও ভেদাভেদ নেই”।