প্রায় ১ মাস অজ্ঞাতবাসের পর প্রকাশ্যে এলেন রাজ্যের গোয়েন্দা প্রধান তথা কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমার। আগাম জামিনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পঞ্চমীর সকালে আলিপুর আদালতে যান তিনি। বৃহস্পতিবার আগাম জামিনের ফলে আপাতত তাঁর গ্রেপ্তারির সম্ভাবনা রইল না।
জানা গেছে, বৃহস্পতিবার আলিপুর আদালতে সারদা মামলা সংক্রান্ত আইনি প্রক্রিয়ায় ও কাজের জন্য এসেছিলেন রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীব কুমার৷ মনে করা হচ্ছে, রক্ষাকবচ থাকায় এদিন আত্মপ্রকাশ করেছেন রাজীব৷ পাশাপাশি তিনি যে পালিয়ে বেড়াচ্ছেন না, এবং কলকাতা শহরেই রয়েছেন, সেই বার্তাও দিতে চেয়েছেন দুঁদে ওই পুলিশ আধিকারিক৷
উল্লেখ্য, ১ অক্টোবর কলকাতা হাই কোর্টে আগাম জামিন পান কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার৷ তাঁর আগাম জামিন মঞ্জুর করেন বিচারপতি সইদুল্লাহ মুন্সির ডিভিশন বেঞ্চ৷ ৫০ হাজার টাকার বন্ডে জামিন পান রাজীব৷ এই আগাম জামিন মঞ্জুর করার ক্ষেত্রে আদালতের তরফে জানানো হয়েছে, হেফাজতে নিয়ে গোয়েন্দা প্রধানকে জেরা করার প্রয়োজন নেই৷ তারপর জামিন পান তিনি। আইনি যুদ্ধে সাময়িক স্বস্তি পেতেই প্রকাশ্যে এলেন রাজীব কুমার।
অন্যদিকে রাজীব কুমারকে আগাম জামিন দেওয়ার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই। সম্ভবত বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে আপিল মামলা দায়ের করা হবে।