বেসরকারি বিনিয়োগ বাড়াতে মোদী সরকারের বাজেটে যেমন তেমন কোনও উদ্যোগ চোখে পড়েনি। ঠিক তেমনই চাহিদার মানোন্নয়নেও কোনও ইতিবাচক পদক্ষেপ নিতে পারেনি কেন্দ্র। আর এই দুই কারণেই একদিকে যেমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে ভারতের শিল্প সংস্থাগুলোকে, তেমনি এই অবস্থায় কার্যত তলানিতে পৌঁছেছে পরিকাঠামো বৃদ্ধিও। সোমবারই সরকারি পরিসংখ্যান জানিয়েছে, আগস্টে বড় ধাক্কা খেয়েছে পরিকাঠামো। ওই মাসে আটটি প্রধান পরিকাঠামো ক্ষেত্রে উৎপাদন বাড়ার বদলে সরাসরি কমে গিয়েছে ০.৫ শতাংশ। যে হার প্রায় সাড়ে তিন বছরের মধ্যে সবচেয়ে কম।
এর আগে ২০১৫ সালে উৎপাদন কমেছিল ১.৩ শতাংশ। কয়লা, অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, সিমেন্ট ও বিদ্যুৎ— এই পাঁচটিতেই দেখা গিয়েছে সঙ্কোচন। এর আগে জুলাইয়েও পরিকাঠামোয় বৃদ্ধির গতি কমেছিল, তবে তা সঙ্কুচিত হয়নি। গত বছর আগস্টে তা বেড়েছিল ৪.৭ শতাংশ হারে। বিশেষজ্ঞদের দাবি, এর থেকে স্পষ্ট চাহিদার অভাব কতটা মারাত্মক আকার নিয়েছে। প্রকট হচ্ছে অর্থনীতির দুর্বলতা। মূল্যায়ন সংস্থা ইক্রার মতে এই পরিস্থিতি হতাশাজনক। বৃদ্ধিকে ৬ বছরের তলানি থেকে টেনে তুলতে আর কী পদক্ষেপ করছে কেন্দ্র, সেদিকেই এখন চোখ রাখছে সকলে।