রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন রাজীব সিনহা। বৃহস্পতিবার নবান্ন থেকে একথা জানানো হয়েছে। বর্তমানে স্বাস্থ্য দফতরের প্রধান সচিবের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। সঙ্গে রয়েছেন অতিরক্ত মুখ্য সচিবের দায়িত্বে। ১ অক্টোবর থেকে রাজ্যের মুখ্য সচিবের দায়িত্ব নেবেন তিনি।
আগামী ৩০ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন মুখ্যসচিব মলয় দে। ২০১৭ সালের ৩০ জুন থেকে এই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তার আগে স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব সামলেছেন ১৯৮৫ ব্যাচের এই আইপিএস।
মলয় দের পদে কে বসছেন তা নিয়ে বেশ কয়েকদিন ধরে নবান্নে আলোচনা চলছিল। সম্প্রতি অত্রি ভট্টাচার্যকে সরিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব করা হয়েছিল আর এক সিনিয়র আইএএস আলাপন বন্দ্যোপাধ্যায়কে। আলাপন বন্দ্যোপাধ্যায়ও মুখ্য সচিব হতে পারেন বলে জল্পনা ছিল। কিন্তু নবান্ন সূত্রে খবর, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী রাজীব সিনহাকেই মুখ্য সচিব পদে বেছে নেওয়া হল।
আইএএস মহলে দক্ষ আধিকারিক হিসাবে পরিচিত রাজীব সিনহা। ১৯৮৬ ব্যাচের এই আধিকারিকের ওপরেই আপাতত বর্তাচ্ছে রাজ্য প্রশাসন পরিচালনার ভার।